18th March Bengali Current Affairs 2022 - Karmadishari / 18 ই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২



18th March Bengali current affairs


🔸Asian Bank of the Year অ্যাওয়ার্ড জিতল Axis Bank, (ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চৌধুরী)।


🔸31 তম GD Birla Award পেতে চলেছেন নারায়ন প্রধান, (বস্তুগত বিজ্ঞানের (material science) ক্ষেত্রে তার অসামান্য অবদান)।


🔸My EV (My Electric Vehicle) পোর্টাল লঞ্চ করল দিল্লি সরকার, (দিল্লির মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর - অনিল বৈজাল)।


🔸ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ব্যাঙ্ক ‘AQVERIUM’ বেঙ্গালুরুতে চালু হলো, (কর্ণাটক রাজধানী – বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী: বাসভরাজ এস বোমাই)।


🔸অন্ধ্র প্রদেশের প্রাক্তন গভর্নর 'মিসেস কুমুদবেন জোশী' মারা গেলেন, (মিসেস জোশী 1985 থেকে 1990 পর্যন্ত অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন)।


🔸ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল Toyota “Mirai” উদ্বোধন করেছেন নিতিন গড়করি, (কেন্দ্রীয় সড়ক পরিবহন  মন্ত্রী নীতিন গড়করি)।


🔸 WWE কিংবদন্তি রেজার রেমন মারা গেলেন।


🔸তালিকাভুক্ত কোম্পানিগুলোর (in terms of women on board) বোর্ডে নারীদের দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, (রাষ্ট্রপতি আবদুল হামিদ)


🔸FIDE চেস অলিম্পিয়াড 2022 অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে, (এটি প্রথম শুরু হয়েছিল ভারতে 1927 সালে)।


🔸জাতিসংঘ 15 মার্চকে ইসলামোফোবিয়া প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে, (জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি)।


17th March Bengali current affairs >

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

multiplex ads