🔸পরমাণু কাকে বলে
যে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম (smallest), অবিভাজ্য (indivisible) কণা যারা রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে তাদের বলে পরমাণু (atom)।
কোন মৌলের পরমাণুকে চিহ্নের (symbol) র সাহায্যে প্রকাশ করা হয়।
যেমন কার্বনের চিহ্ন C, নাইট্রোজেনের চিহ্ন: N. সালফারের চিহ্ন: S.
🔸পরমাণু সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য
(i) অধুনা পরীক্ষায় প্রমাণিত যে পরমাণু, অবিভাজ্য নয়, উহা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি মৌলিক কণা র সমন্বয়ে গঠিত।
(ii) একটি পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও পারে।