সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলার কারণ কি / The reason why Indus civilization is called Harappan civilization- Karmadishari

 



সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলার কারণ 


• প্রথম নাম 'সিন্ধুসভ্যতা' : 

🔸সিন্ধু নদের তীরে এই সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল বলে প্রথমে এই সভ্যতাকে 'সিন্ধু সভ্যতা' বলা হত।

   বর্তমানে কয়েকটি কারণে ইতিহাসবিদগণ এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা' বলতে চান, কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –


(ক) নিদর্শনের সংখ্যা বেশি

🔸 মহেঞ্জোদারোর তুলনায় হরপ্পায় এই সভ্যতার অনেক বেশি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই নিদর্শনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


(খ) প্রথম প্রত্নস্থল :

🔸এই সভ্যতার অন্তর্গত যে প্রত্নস্থল সর্বপ্রথম পুরাবিদদের গোচরে আসে, তা হল হরপ্পা।


(গ) প্রথম উৎখনন :

🔸এই সভ্যতার যাবতীয় প্রত্নস্থলের মধ্যে হরপ্পাতেই প্রথম উৎখনন শুরু হয়। 

------ হরপ্পার এই বিশেষ গুরুত্ব অনুধাবন করে এই সভ্যতার নাম ‘হরপ্পা সভ্যতা’ দিতে চান।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

multiplex ads