🔸অণু (MOLECULE)
🔹মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যারা স্বাধীন ভাবে থাকতে পারে এবং যার মধ্যে ঐ পদার্থের সকল গুণ বর্তমান তাদের বলে অণু।
মৌল বা যৌগের অণুকে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়।
যেমন –
জলের অণু H2O, অর্থাৎ জল 2 অনু হাইড্রোজেন এবং 1 অনু অক্সিজেনের নিয়ে তৈরি ।
কার্বন ডাইঅক্সাইডের অণু CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কার্বন ও 2 অনু অক্সিজেনের সমন্বয়ে গঠিত।