✒️ ভারতের ইতিহাসে হিমালয়ের দান -
মিশর যে-অর্থে নীলনদের দান, ভারত সেই অর্থে হিমালয়ের দান।
✒️ ভারতকে হিমালয়ের দান বলার কারণ-
🔸হিমালয়ের অতন্দ্র প্রহরা-
হিমালয়ের অতন্দ্র প্রহরা যুগ যুগ ধরে ভারতীয় সভ্যতার ধারাবাহিকতা ও সামাজিক গঠনকে অক্ষুণ্ণ রেখেছে।
🔸জলবায়ুর নিয়ন্ত্রক-
হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে।
🔸সংস্কৃতিচর্চার সুযোগ দান-
হিমালয় থেকে নির্গত নদনদী উত্তর ভারতের বিশাল সমভূমিকে উর্বর ও শস্য-শ্যামলা করেছে। ফলে ভারতবাসী কঠোর জীবনসংগ্রামের হাত থেকে মুক্তি পেয়ে নিশ্চিন্তে সংস্কৃতিচর্চায় মন দিতে পেরেছে।
🔸নিরাপত্তা দান ও বৈদেশিক যোগাযোগে সাহায্য -
হিমালয় বৈদেশিক আক্রমণকে যেমন সহজতর হতে দেয়নি, তেমনি আবার ভারতকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেও বিদেশের সঙ্গে যোগাযোগে বাধার সৃষ্টি করেনি। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি জাতি ভারতে এসেছে হিমালয়ের গিরিপথ ধরে এবং তাদের সংমিশ্রণে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে। এইসব গিরিপথ দিয়ে বৌদ্ধধর্ম প্রচারিত হয়েছে বিদেশে, ভারতীয় বণিক ও ধর্মপ্রচারকগণ যাতায়াত করেছেন বহির্দেশে।