Ads Area

Railway general knowledge GK -Part -9 /রেলওয়ে জেনারেল নলেজ জিকে পার্ট 9 - Karmadishari



🖋️কর্মদিশারী 📚 

       🔸নমস্কার বন্ধুরা, 

 🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।
1. কোন শব্দের বিকৃত রূপ হিন্দু ?
ⓐ ইন্দু
ⓑ সিন্ধু
ⓒ হিন্দ
ⓓ কোনোটিই না


2. ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
ⓐ ভিন্সেন্ট স্মিথ
ⓑ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ⓒ দয়ারাম সাহানি
ⓓ অ্যাডাম স্মিথ


3. বৌদ্ধ সাহিত্য ভারতকে কি নামে অভিহিত করা হয়েছে?
ⓐ সোনার দেশ
ⓑ জম্বুদ্বীপ
ⓒ মিলনের দেশ
ⓓ উপমহাদেশ


4. কলহন রচিত গ্রন্থটির নাম কি?
ⓐ রাজতরঙ্গিনী
ⓑ অর্থশাস্ত্র
ⓒ পতঞ্জলি
ⓓ কল্পসূত্র


5. অর্থশাস্ত্রের রচয়িতা কে?
ⓐ পতঞ্জলি
ⓑ অশ্বঘোষ
ⓒ সোমেশ্বর
ⓓ চাণক্য


6. বুদ্ধচরিত কে রচনা করেন?
ⓐ কৌটিল্য
ⓑ বানভট্ট
ⓒ অশ্বঘোষ
ⓓ বিশাখদত্ত


7. মহাভাষ্য কে রচনা করেন?
ⓐ পতঞ্জলি
ⓑ শূদ্রক
ⓒ সোমেশ্বর
ⓓ সন্ধ্যাকর নন্দী


8. হর্ষচরিত কে রচনা করেন?
ⓐ অশ্বঘোষ
ⓑ বানভট্ট
ⓒ সন্ধ্যাকর নন্দী
ⓓ বিশাখদত্ত


9. মেগাস্থিনিস কোন গ্রন্থ রচনা করেন?
ⓐ মুদ্রারাক্ষস
ⓑ রামচরিত
ⓒ ইন্ডিকা
ⓓ বুদ্ধচরিত


10. রামচরিত কার রচনা?
ⓐ বিশাখা দত্ত
ⓑ বাকপতিরাজ
ⓒ সোমেশ্বর
ⓓ সন্ধ্যাকর নন্দী

Tags
3000+ জেনারেল সাইন্স প্রশ্নোত্তর পর্ব General knowledge gk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad