চতুরাশ্রম কি/ চতুরাশ্রমের কয়টি ভাগ/ আশ্রম কি/ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস - What is Chaturashram / How many parts of Chaturashram / What is Ashram / Celibacy, Domestic, Banprastha and Sannyasa- Karmadishari



চতুরাশ্রম 

● তিন বর্ণের মধ্যে চতুরাশ্রম : 

ঋগবেদের যুগের শেষ দিকে চতুরাশ্রম-প্রথার উদ্ভব ঘটে। এই প্রথা সীমাবদ্ধ ছিল প্রথম তিন বর্ণের মধ্যে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যগণই এই চতুরাশ্রম-প্রথা পালন করতেন।


» বিভিন্ন আশ্রম -

চারটি জীবনের পর্যায়কে বলা হত আশ্রম। এই চারটি আশ্রম হল – ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। 

বাল্যকালে ও কৈশোরে গুরুগৃহে বেদ অধ্যয়ন করে পালিত হত  ব্রহ্মচর্য আশ্রম। 

এই আশ্রম সমাপ্ত হলে গৃহে ফিরে এসে বিবাহ ও সংসারধর্ম পালন করাকে বলা হত গার্হস্থ্য আশ্রম। 

তৃতীয় পর্যায়ে ছিল বানপ্রস্থ। তখন প্রৌঢ় অবস্থায় সংসার ত্যাগ করে বনে কুটির বেঁধে তপস্বীর মতো জীবনযাপন করতে হত। 

সর্বশেষ আশ্রম ছিল সন্ন্যাস, যখন সন্ন্যাসীর মতো পরিব্রাজকের জীবন অতিবাহিত করতে হত।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

multiplex ads