Ads Area

বৈদিক সভ্যতায় লৌহের অবদান কী ছিল / What was the contribution of iron in Vedic civilization- Karmadishari




বৈদিক সভ্যতায় লৌহের অবদান কী ছিল?


📑 বৈদিক সভ্যতায় লৌহের অবদান :


লোহার আবিষ্কার : রোমিলা থাপার মনে করেন, খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর পূর্বে আর্যগণ লোহার উপকরণের সঙ্গে পরিচিত ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হস্তিনাপুরের খননকার্যের ফলে খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে কিছু লোহার উপকরণ আবিষ্কৃত হয়েছে।


অবদান : লোহার ব্যবহারের সঙ্গে সঙ্গে ---

🔸আর্য সভ্যতার দ্রুত প্রসার : 

✒️আর্য সভ্যতা দ্রুত প্রসার লাভ করে।


🔸উৎপাদন বৃদ্ধি : 

✒️লৌহনির্মিত ভারী লাঙলের ফলা ব্যবহৃত হওয়ায় কৃষিকার্য সহজ হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পরিবর্তন দেখা দেয় অর্থনৈতিক জীবনে এবং বেশ কিছু নতুন বৃত্তির সৃষ্টি হয়।


🔸নিশ্চিন্ত আর্থিক জীবন : 

✒️আর্থিক জীবন নিশ্চিন্ত ও সচ্ছল হওয়ায় আর্যদের জীবনে আসে যথেষ্ট অবসর যা তারা গভীর দার্শনিক চিন্তায় ব্যয় করে।


🔸সাম্রাজ্যবাদের উদ্ভব : 

✒️তা ছাড়া লৌহযুগ উন্নত অস্ত্রশস্ত্রের সন্ধান দেয় আর্যদের। লৌহনির্মিত অস্ত্রে বলীয়ান আর্যগণ ক্রমশ অগ্রসর হয় সাম্রাজ্যবাদের যুগে।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad