বৈদিক সভ্যতায় লৌহের অবদান কী ছিল?
📑 বৈদিক সভ্যতায় লৌহের অবদান :
● লোহার আবিষ্কার : রোমিলা থাপার মনে করেন, খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর পূর্বে আর্যগণ লোহার উপকরণের সঙ্গে পরিচিত ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হস্তিনাপুরের খননকার্যের ফলে খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে কিছু লোহার উপকরণ আবিষ্কৃত হয়েছে।
● অবদান : লোহার ব্যবহারের সঙ্গে সঙ্গে ---
🔸আর্য সভ্যতার দ্রুত প্রসার :
✒️আর্য সভ্যতা দ্রুত প্রসার লাভ করে।
🔸উৎপাদন বৃদ্ধি :
✒️লৌহনির্মিত ভারী লাঙলের ফলা ব্যবহৃত হওয়ায় কৃষিকার্য সহজ হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পরিবর্তন দেখা দেয় অর্থনৈতিক জীবনে এবং বেশ কিছু নতুন বৃত্তির সৃষ্টি হয়।
🔸নিশ্চিন্ত আর্থিক জীবন :
✒️আর্থিক জীবন নিশ্চিন্ত ও সচ্ছল হওয়ায় আর্যদের জীবনে আসে যথেষ্ট অবসর যা তারা গভীর দার্শনিক চিন্তায় ব্যয় করে।
🔸সাম্রাজ্যবাদের উদ্ভব :
✒️তা ছাড়া লৌহযুগ উন্নত অস্ত্রশস্ত্রের সন্ধান দেয় আর্যদের। লৌহনির্মিত অস্ত্রে বলীয়ান আর্যগণ ক্রমশ অগ্রসর হয় সাম্রাজ্যবাদের যুগে।