Ads Area

রাজনীতির প্রকৃতি আলোচনা করো ? Discuss the nature of politics - Karmadishari

 


রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ কর 

হেগ, হ্যারপ ও ব্রেসলিন মনে করেন যে, রাজনীতি বিশ্লেষণের অন্যতম প্রধান কারণ হল সেইসব অবস্থাকে খুঁজে বের করা, যেখানে গোষ্ঠীসমূহ শান্তিপূর্ণ ও কার্যকরভাবে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। 

এই অর্থে রাজনীতি হল ‘একটি গঠনমূলক ও বাস্তব বিষয়’ (a constructive and a practical subject)। তবে তাঁরা একথাও স্বীকার করেছেন যে, ওইসব গোষ্ঠীর সদস্যদের মধ্যে লক্ষ্য এবং লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে যথেষ্ট মতবিরোধ থাকে। অনেক সময় তাদের মধ্যে লক্ষ্য সম্পর্কে মতৈক্য প্রতিষ্ঠিত হলেও লক্ষ্য পুরণের উপায় সম্পর্কে অন্তত প্রাথমিক পর্যায়ে মতবিরোধ বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। এই মতবিরোধ দুর করার প্রয়োজনীয়তা থেকেই রাজনীতির উৎপত্তি ঘটে। কোনোকিছুর অপ্রতুলতা (scarcity) থেকেই বিরোধের সৃষ্টি হয়। তা ছাড়া, দুষ্প্রাপ্য জিনিস পাওয়া গেলেও তার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দিতে পারে। আবার স্বাভাবিক মতপার্থক্যজনিত কারণেও বিরোধ দেখা দেওয়া স্বাভাবিক। এরূপ বিরোধের নিষ্পত্তির জন্য যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। 

উদাহরণ হিসেবে বলা যায়, কখন তারা একটি স্থান ত্যাগ করে অন্য একটি স্থানের উদ্দেশে যাত্রা শুরু করবে, সে বিষয়ে একটি যাযাবর উপজাতি যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। 

অনুরূপভাবে, কোনো একটি রাষ্ট্রের বিরুদ্ধে কখন যুদ্ধ শুরু করা উচিত, সে বিষয়ে একটি আধুনিক জাতীয় রাষ্ট্রকে অবশ্যই যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এইভাবে একটি গোষ্ঠী সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে অখণ্ড সিন্ধান্ত বলে চিহ্নিত করা হয়ে থাকে। এইসব দিক থেকে বিচার করে হেগ, হ্যারপ ও ব্রেসলিন মন্তব্য করেছেন যে, রাজনীতির বিষয়বস্তু হল একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। তবে একথাও সত্য যে, কেবল একটি যৌথ সমস্যার অবস্থিতি সব সময় একটি যৌথ সমাধানের পথ খুঁজে বের করার জন্য রাজনৈতিক ইচ্ছা (political will)-র জন্ম দেয় না। তা ছাড়া, গোষ্ঠীর আকার যত বৃহৎ হবে, তার সমস্যাগুলির সমাধান করা ততই কঠিন হয়ে দাঁড়াবে। 

উদাহরণ হিসেবে পরিবেশরক্ষার কথা বলা যেতে পারে। পরিবেশরক্ষার সমস্যা হল একটি মৌলিক সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য যৌথ প্রচেষ্টা প্রয়োজন। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশরক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও অনেক সময় সেই আগ্রহ বাস্তবে রূপায়িত হতে পারে না। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতি উন্নত রাষ্ট্রগুলি মুখে পরিবেশরক্ষার কথা বললেও বাস্তবে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশরক্ষার যে-কোনো যৌথ প্রয়াসের শরিক হতে রাজি নয়। ফলে সামগ্রিকভাবে পরিবেশরক্ষার প্রয়াস অদ্যাবধি সাফল্য লাভ করতে পারেনি। এই ধরনের যৌথ সমস্যা এবং সেইসব সমস্যার সমাধানের ব্যাপারে ঐকমত্যের মধ্যে যে-বিরাট ফাঁক রয়েছে, তার কারণ ব্যাখ্যা ও বিশ্লেষণ করাই হল রাজনীতির কাজ।

Tags
রাষ্ট্রবিজ্ঞান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad