🔸 চলন কাকে বলে ?
✒️ যে প্রক্রিয়ায় জীব উদ্দীপকের প্রভাবে সারা দিয়ে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে কিন্তু, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে না, তাকে চলন বলে।
🔸 চলন এর উদ্দেশ্য কি ?
🔹জল অন্বেষণ : উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণে চলন দেখা যায়।
🔹 বাতাস ও আলোকের সন্ধান: সূর্যালোক বাতাস ইত্যাদির সন্ধানে উদ্ভিদের কান্ড ও শাখা প্রশাখায় চলন ঘটে।
🔹 খনিজ লবণের সন্ধান: মাটি থেকে জল ছাড়াও খনিজ লবণের সন্ধানে মূলের বিভিন্ন দিকে চলন দেখা যায়।