⏩ নাগরিকের সংজ্ঞা (Definition of a citizen)
🔸'নাগরিক' বলতে কী বোঝায় ?
🔸প্রাচীন গ্রিস ও রোমের 'নগররাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করত, তাদেরই নাগরিক বলে আখ্যা দেওয়া হত।
🔸সমাজের অবশিষ্টাংশ, যথা— দাস, শ্রমিক, স্ত্রীলোক প্রভৃতিকে নাগরিকের মর্যাদা প্রদান করা হত না। কিন্তু বর্তমানে এই সংকীর্ণ অর্থে 'নাগরিক' শব্দটি ব্যবহার করা হয় না।
🔸 নাগরিক বলতে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায়, যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সর্বপ্রকার সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষাদীক্ষা, বিচারবুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে।