Karmadishari-
হ্যালো বন্ধুরা তোমরা যারা WBCS পরীক্ষা দিয়েছো তাদেরকে জানাই অভিনন্দন। আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে ।
এবছর WBCS পরীক্ষার তারিখ ছিল 19.06.2022 তারিখে। দুপুর 12 টা থেকে 2.30 পর্যন্ত।
তোমরা যারা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পাওনি , তারা অতিসত্বর প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও।
আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা পরীক্ষা দাওনি তারাও এ বছরের প্রশ্ন দেখে নাও এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নাও।
আমাদের এই ওয়েবসাইটের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়।
তো বন্ধুরা দেরী না করে পরীক্ষার সমস্ত উত্তর এক ঝলকে মিলিয়ে নাও।
Files Details:
File Name: WBCS Preliminary question paper 2022
File Format: PDF
No Of Pages: 38
File Size: 8.34 MB
Click Here To Download
সমস্ত প্রশ্নের সঠিক উত্তর খুব শীঘ্রই আপলোড করা হবে।