Ads Area

কৃষি প্রযুক্তি সহায়ক পদে 4759 জন ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি/ KPS RECRUITMENT 2022- Karmadishari




পশ্চিমবঙ্গ সরকারের কৃষি  বিভাগের বিভিন্ন জেলার অফিস ও অন্যান্য অফিসে  কাজের জন্য 'কৃষি প্রযুক্তি সহায়ক' পদে প্রায় ৪  হাজার ছেলেমেয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য  সরকার। 

কৃষি দফতর সূত্রে খবর, কৃষি প্রযুক্তি  সহায়ক (কে.পি.এস.) পদের জন্য পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন ২০১৬ সালে বিজ্ঞপ্তি দিনে দরখাস্ত নিয়েছিল। শূন্যপদ ছিল ৮১৮টি। চূড়ান্ত তালিকা বেরোয় ৮০৬ জনের। কৃষি দফতর কয়েক মাসের ট্রেনিং দিয়ে বিভিন্ন জেলায় ওই প্রার্থীদের নিয়োগ করে। কিন্তু পরে প্রায় ১০০ জন প্রার্থ চাকরি ছেড়ে দেওয়ায় সেইসব শূন্যপদ খালি আছে। 

অন্যদিকে, K.P.S.-দের পদোন্নতিও হওয়ায় এখন রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক পদের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪,৭৫৯ জন। 

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কৃষি প্রযুক্তি সহায়ক পদে দ্রুত শূন্যপদ পুরণ করা হবে। অর্থ দফতর অনুমোদন দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে কত শূন্যপদের অনুমোদন অর্থ দফতর দেবে তা পরে জানানো হবে। 

এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন না। গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। বাংলা ভাষায় লিখতে বলতে ও করতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 

নিয়ম অনুযায়ী SC ও OBC, প্রতিবন্ধী ও প্রাক্তন সফর কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন । 

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে এর লিখিত পরীক্ষা হবে।

Tags
Recent Jobs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad