Ads Area

10th July Bengali Current Affairs / 10ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari




10th Bengali Current Affairs 2022


♦️"হরিয়ালি মহোৎসব" আয়োজন করলো পরিবেশ মন্ত্রক,(অনুষ্ঠিত হলো তালকাতোরা স্টেডিয়াম, নিউ দিল্লিতে)।


♦️ভারতীয় নৌবাহিনী প্রথম ALH স্কোয়াড্রন INAS 324 কমিশন (নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর, হরি কুমার)।


♦️স্পোর্টস আইকন পিটি ঊষা, সংগীতশিল্পী ইলাইয়ারাজা, আধ্যাত্মিক নেতা বীরেন্দ্র হেগগড়ে, এবং চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ রাজ্যসভায় মনোনীত হলেন।


♦️ভারতের বেকারত্বের হার বাড়ল 7.80 শতাংশ, (দেশের মধ্যে শীর্ষে হরিয়ানা ও রাজস্থান)।


♦️OPEC মহাসচিব মোহাম্মদ বারকিন্দো মারা গেলেন, (OPEC Organization of the Petroleum orting Countries, হেডকোয়ার্টার ভিয়েনা)।



♦️পোল্যান্ড সরকার জামনগর ও কোলহাপুরের মহারাজাদের এবং অন্যদেরকে সম্মানিত করলো, (কারণ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ থেকে পালিয়ে আসা পোলিশ উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল)।


♦️SBI জেনারেল ইন্স্যুরেন্স এর MD এবং CEO নিযুক্ত হলেন পরিতোষ ত্রিপাঠী


♦️জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, যাকে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয়েছিল, তিনি মারা গেলেন, (হত্যাকারী - তেতসুয়া ইয়ামাগামি) ।


♦️ মানগড় পাহাড়কে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ (Smonument of national importance) হিসেবে ঘোষণা করা হলো, (এটি রাজস্থানে অবস্থিত)। 


♦️ভারতের প্রথম অ্যানিমাল হেলথ সামিটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী পরশোত্তম রুপালা, (অর্গানাইজ করেছে Indian Chamber of Food and Agriculture)।

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad