09th Bengali Current Affairs 2022
♦️ন্যাভারতের প্রথম স্বায়ত্তশাসিত নেভিগেশন সুবিধা "TIHAN" লঞ্চ হলো IIT হায়দ্রাবাদে, (TIHAN - Technology Innovation Hub on Autonomous Navigation)
♦️সংখ্যালঘু বিষয়ক, ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
♦️পরিক্ষা সঙ্গম পোর্টাল লঞ্চ করল CBSE Board, (যেখানে শিক্ষার্থীরা 10ম এবং 12ম শ্রেণীর বোর্ডের ফলাফল সহজেই দেখতে পারবে)।
♦️স্বাধীনতা সংগ্রামীর 125 তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভীমাভারমে আল্লুরী সীতারামা রাজুর একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করলেন। (এটির উচ্চতা 30 ফুট)।
♦️বিশ্বনাথন আনন্দের স্মৃতিকথা ‘মাইন্ড মাস্টার'-এর একটি (লেখক – সাংবাদিক সুসান নিনান ও আনন্দ)। নতুন সংস্করণ প্রকাশিত হলো,
♦️ইলোর্দা কাপে আলফিয়া পাঠান এবং গীতিকা স্বর্ণ পদক জিতলেন নুর সুলতান (খেলাটি অনুষ্ঠিত হয়েছে , কাজাখস্থানে)
♦️দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন লে. জেনারেল মোহন | সুব্রামানিয়ান, (United Nations Mission in South Sudan (UNMISS)।
♦️স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) । এবং ভারতীয় বিমানবাহিনীর মধ্যে প্রতিরক্ষা বেতন প্যাকেজ (ডিএসপি) নিয়ে মধ্যে সমঝোতা স্মারক (MoU) হলো, (বিমান বাহিনী প্রধান – বিবেকরাম চৌধুরী)।
♦️NATO তে নতুন মেম্বার দেশ হিসেবে যুক্ত হতে চলেছে সুইডেন ও ফিনল্যান্ড, (NATO হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম, সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ)।
♦️নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি (NSUT) নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের উদ্বোধন করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
08th July Bengali Current Affairs