12th July Bengali Current Affairs 2022
1. international fund for Agriculture department এর president পদে কে নিযুক্ত হলেন?
ⓐ Alvaro Lario
ⓑ Sergio Parez
ⓒ Swati Dhingra
ⓓ none of this
2. Early childhood education program এর জন্য ৩০০ কোটি বরাদ্দ করলে কোন রাজ্য ?
ⓐ মেঘালয়
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ উত্তরাখান্ড
ⓓ অন্ধ প্রদেশ
3. global findex database 2021 প্রকাশিত করলো কোন সংস্থা?
ⓐ WHO
ⓑ UN
ⓒ World Bank
ⓓ UNESCO
4. পর্যটন ও পরিবহন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ করল?
ⓐ ত্রিপুরা
ⓑ মেঘালয়
ⓒ সিকিম
ⓓ উড়িষ্যা
5. খারচি উৎসব পালন করা হয় কোন রাজ্যে?
ⓐ ছত্রিশগড়
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অরুণাচল প্রদেশ
ⓓ ত্রিপুরা
6. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন?
ⓐ পাকিস্তান
ⓑ মায়ানমার
ⓒ শ্রীলংকা
ⓓ জাপান
7. Wimbledon mens single title কে জিতলেন?
ⓐ victor axelson
ⓑ novak Djokovic
ⓒ Rafael Nadal
ⓓ none of these
8. Wimbledon women's single Title জিতলেন Elina rybakina তিনি কোন দেশের খেলোয়াড়?
ⓐ চিন
ⓑ রাশিয়া
ⓒ কাজাখাস্তান
ⓓ ডেনমার্ক
9. Miss universe divine 2022 শিরোপা কে জিতলেন?
ⓐ পল্লবী সিং
ⓑ খুশি প্যাটেল
ⓒ সিনি সিটি
ⓓ উপরের কেউই না
10. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
ⓐ ১১ই জুলাই
ⓑ ১৩ই জুলাই
ⓒ ১১ই জুন
ⓓ ১১ই জানুয়ারি