Ads Area

11th July Bengali Current Affairs / 11ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari



11th July Bengali Current Affairs 2022 


 ♦️বারাণসীতে অক্ষয় পাত্র মিড ডে মিল রান্নাঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, (অক্ষয় পাত্র মিড ডে মিল চালনা করে (ISKCON)।


♦️Cyber VaultEdge ইন্সুরেন্স প্ল্যান লঞ্চ করল SBI General Insurance, (SBI জেনারেল ইন্স্যুরেন্স এমডি এবং সিইও - পরিতোষ ত্রিপাঠি)।


♦️স্টার্টআপ স্কুল ইন্ডিয়া চালু করলো গুগল, (Google CEO – সুন্দর পিচাই, Google প্রতিষ্ঠিত - 4 সেপ্টেম্বর 1998 )


♦️গীতা গোপীনাথ প্রথম মহিলা হয়েছেন যিনি IMF's ‘wall of former chief economists' স্থান পেয়েছেন, (এর আগে ভারতের হিসাবে স্থান পেয়েছিল রঘুরাম রাজন)।


♦️যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন 


♦️স্বাধীনতা সংগ্রামী পি গোপীনাথন নায়ার ১০০ বছর বয়সে মারা গেলেন, (তিনি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন)।


♦️নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত G-20 শেরপার ভূমিকা নেবেন, (বর্তমান নীতি আয়োগের সিই পরমেশ্বরন আইয়ার)।


♦️কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) নতুন সভাপতি মনোনীত হলেন আর. দীনেশ, (এর আগে তিনি টিভিএস সাপ্লাই চেইন সলিউশনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ছিলেন)।


♦️Association of Indian Universities (AIU) এর এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সুরঞ্জন দাস, (যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)।


♦️জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ভারতের অপুষ্টিজনিত জনসংখ্যা 224.3 মিলিয়ন কমেছে। 


10th July Bengali Current Affairs 2022

Tags
Current affairs

Top Post Ad

Below Post Ad