13th July Bengali Current Affairs 2022
1. ভারতের প্রথম কোন রেলওয়ে স্টেশনে Augmented reality (AR) Screen লাগানো হয়েছে?
ⓐ হাওড়া স্টেশন
ⓑ শিয়ালদহ
ⓒ মুম্বাই
ⓓ বিশাখাপত্তনম
2. ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উপর জাতীয় প্রতীকটি কোন ধাতু দ্বারা নির্মিত হয়েছে?
ⓐ সোনা
ⓑ ব্রোঞ্জ
ⓒ নিকেল
ⓓ তামা
3. জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে জনসংখ্যায় শীর্ষে থাকবে কোন দেশ?
ⓐ চীন
ⓑ ভারত
ⓒ রাশিয়া
ⓓ আমেরিকা
4. T20 ক্রিকেটের ইতিহাসে ৫০০ টি ডট বল করা প্রথম ক্রিকেটের হলেন?
ⓐ ভুবনেশ্বর কুমার
ⓑ হার্দিক পান্ডিয়া
ⓒ ডেভিড উইলি
ⓓ জাসপ্রিত বুমরা
5. ভারতীয় ইন্টারনেটের জনক বিজেন্দ্র কুমার সিঙ্গাল কত বছর বয়সে পরলোকগমন করলেন?
ⓐ 82
ⓑ 70
ⓒ 55
ⓓ 92
6. Austrian grand prix 2022 শিরোপা কোন রেসিং ড্রাইভার পেলেন?
ⓐ Max verstappen
ⓑ Lewis Hamilton
ⓒ Charles leclerc
ⓓ None of these
7. National high speed rail corporation limited এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত করেন?
ⓐ রাজেন্দ্র প্রসাদ
ⓑ নিতিশ কুমার
ⓒ অতীন দেশমুখ
ⓓ নিতীন গডকরি
8. World Yoga Cup 2022 এ বিশ্ব চ্যাম্পিয়ন কে হলেন?
ⓐ অভিজিৎ মুখার্জী
ⓑ দীপন দাশগুপ্ত
ⓒ সূর্য মুখার্জি
ⓓ রাজিব সেনগুপ্ত
9. World Paper Bag Day কবে পালন করা হয়?
ⓐ ১০ই জুলাই
ⓑ ১৮ জুলাই
ⓒ ১২ জুলাই
ⓓ ১১ জুলাই
10. গোয়া সিপইয়ার্ড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ দীনেশ কুমার
ⓑ রাজেন্দ্র প্রসাদ
ⓒ রাজেশ কুমার উপাধ্যায়
ⓓ ব্রজেশ কুমার উপাধ্যায়