Ads Area

21th July Current Affairs In Bengali 2022।। 21শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স - Karmadishari


 21th July Bengali Current Affairs 2022


21th July Bengali Current Affairs 2022


🖍️প্রথম মাউন্টেন ওয়ারফেয়ার ট্রেনিং স্কুল তৈরি করলো Indo-Tibetan Border Police (ITBP)


🖍️যাত্রীদের তাদের অধিকার জানতে সাহায্য করার “এভিয়েশন প্যাসেঞ্জার চার্টার' চালু করলো ব্রিটিশ সরকার।


🖍️পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর NDA এর সহ-রাষ্ট্রপতি পদে মনোনীত হলেন।


🖍️ The National Stock Exchange (NSE) এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর ও CEO হিসেবে নিযুক্ত হতে চলেছেন আশীষ কুমার চৌহান, (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত - 1992, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারপার্সন - গিরীশ চন্দ্র চতুর্বেদী)


🖍️ Indian Olympic Association (IOA) এর সদস্য পদ পদত্যাগ করলেন নরিন্দর বাত্রা। 


🖍️ প্রবীণ ভারতীয় শ্যুটার মাইরাজ আহমেদ খান ISSF World Cup পুরুষদের স্কিট সোনার পদক জিতে প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করলেন।


🖍️INS সিন্ধুধ্বজ 35 বছরের পরিষেবার পরে বাতিল করা হলো, (1987 সালে নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল)।


🖍️KVIC-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মনোজ কুমার, (খাদি ও গ্রাম শিল্প কমিশন (KVIC) স্থাপনকাল - 1956)।


🖍️ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিতাম্বরম স্পেনের ৪১তম ভিলা দে বেনাস্ক আন্তর্জাতিক দাবা ওপেনে বিজয়ী হলেন।


🖍️ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত চালু করলো রাজস্থান, (ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান- উদয় উমেশ ললিত, রাজস্থানের মুখ্যমন্ত্রী - অশোক গেহলট)।



আরো পড়ুন:
 
20 July Bengali Current Affairs 
Tags
Current affairs

Top Post Ad

Below Post Ad