20th July Bengali Current Affairs 2022
20th July Bengali Current Affairs 2022
♦️200 কোটি COVID-19 টিকা দেওয়ার মাইলফলক স্পর্শ করল ভারত, (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী- ডাঃ মনসুখ মান্ডাভিয়া।
♦️International Moon Day পালন করা হয় 20 জুলাই, (এই বছরের থিম Lunar Exploration Coordination & Sustainability)
♦️অস্ট্রেলিয়ার টেনিস তারকা লেইটন হিউইট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন ।
♦️ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ।
♦️Expat Insider Rankings 2022 এ ভারতের স্থান 36, (প্রথম স্থানে মেক্সিকো দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া)
♦️2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হোস্ট করবে লস অ্যাঞ্জেলেস, (2024 সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে)
♦️দ্বিতীয়বারের জন্য World’s Best SME Bank এর তকমা পেল DBS Bank, (ডিবিএস ব্যাংকের সদর দপ্তর - সিঙ্গাপুর, সিইও - পীযূষ গুপ্তা)
♦️World Chess Day পালন করা হয় 20 জুলাই, (আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সদর দপ্তর - লসান, সুইজারল্যান্ড)
♦️হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে চলেছে SBI, (SBI-এর চেয়ারম্যান - দীনেশ কুমার খারা)
♦️লেফটেন্যান্ট জেনারেল (অব.) রাজ শুক্লাকে UPSC-এর সদস্য পদে নিযুক্ত করা হয়েছে, (UPSC চেয়ারপার্সন - মনোজ সোনি, প্রতিষ্ঠিত - 1 অক্টোবর 1926)
❍ 19 July Bengali Current Affairs