24th July Bengali Current Affairs 2022
✍️সমস্ত নিবন্ধিত বাণিজ্যিক যানবাহন সংযুক্ত করার জন্য (connect all registered commercial vehicles) প্রথম ভারতীয় রাজ্য হলো হিমাচল প্রদেশ, (হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর, রাজ্যপাল - রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার)।
✍️ টাটা প্রজেক্টস এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বিনায়ক পাই, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন বিনায়ক দেশপান্ডে)।
✍️ ভোডাফোন আইডিয়ার নতুন CEO হিসাবে নিযুক্ত হবেন Ravinder Takkar।
✍️নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জ্যাভলিনে রৌপ্য পদক জিতলেন, (সোনা জিতলেন Anderson Peters)।
✍️চীন তার তিনটি মহাকাশ স্টেশন মডিউলের মধ্যে দ্বিতীয় মডিউল "ওয়েনটিয়ান" চালু করলো।
✍️UAE দ্বারা সম্মানিত হলেন কমল হাসান, গোল্ডেন ভিসাও পেলেন।
✍️ প্রথম খেলো ইন্ডিয়া ফেন্সিং উইমেনস লিগ, যা শুরু হয়েছে 25 জুলাই, 2022, (নিউ দিল্লির তালকাতোরা ইনডোর স্টেডিয়াম দ্বারা আয়োজিত হবে)।
✍️স্টার্টআপ রেঙ্কিং 2021 এ ভারতের মধ্যে শীর্ষে রয়েছে গুজরাট ও কর্ণাটক একত্রে, (দ্বিতীয় স্থানে কেরালা)।
✍️ স্টার্টআপ স্কুল ইন্ডিয়া চালু করলো গুগল, (গুগল সিইও - সুন্দর পিচাই)।
❍ 26th July Bengali Current Affairs