Ads Area

4th July Bengali Current Affairs / 4 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari




🖍️US Independence day পালন করা হয় 4 জুলাই,(1776 সালের 4 জুলাই ব্রিটিশদের থেকে আমেরিকার স্বাধীনতা লাভ করে)


🖍️QS Best Student Cities Ranking 2023 এর তালিকায় দেশের মধ্যে প্রথম স্থানে মুম্বাই, (পৃথিবীর মধ্যে প্রথম স্থানে লন্ডন)


🖍️FATF এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন T. Raja Kumar, (FATF সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স)


🖍️ইসরায়েলের 14 তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ইয়ার ল্যাপিড, (রাজধানী - জেরুজালেম, মুদ্রা - শেকেল, প্রেসিডেন্ট - আইজ্যাক হারজগ)


🖍️জাসপ্রিত বুমরাহ কিংবদন্তি ব্রায়ান লারার কীর্তিকে এক রানে পরাজিত করে টেস্ট ক্রিকেটে এক ওভারে 35 রান করে বিশ্বরেকর্ড গড়লেন, (বোলার - Stuart Broad)


🖍️তেলঙ্গানায় ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চলেছে NTPC, (NTPC Ltd প্রতিষ্ঠিত হয় - 7 নভেম্বর 1975, সদর দপ্তর: নিউ দিল্লি)


🖍️গ্র্যান্ড হ্যাকাথন: 3 দিনের ইভেন্ট চালু করলেন পীযূষ গোয়েল, (বস্ত্রমন্ত্রী, বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী -  শ্রী পীযূষ গোয়েল)


🖍️একটি লাইভ কন্টেন্ট, খেলাধুলার পরিসংখ্যান এবং ই-কমার্স মার্কেটপ্লেস Fancode এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন রবি শাস্ত্রী ।


🖍️ভারতীয় সেনাবাহিনী দ্বারা 'সুরক্ষা মন্থন-2022' অনুষ্ঠিত হলো রাজস্থানের যোধপুরে ।


🖍️মাইক্রোসফট পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2022 জিতলো HCL Technologies, (HCL Technologies CEO: C Vijayakumar, হেডকোয়ার্টার - নয়ডা)


3rd July Bengali current affairs

Tags
Current affairs

Top Post Ad

Below Post Ad