Ads Area

3rd July Bengali Current Affairs / 3 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari



3rd July Bengali Current Affairs


🖍️মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন একনাথ শিন্ডে, (উদ্ধব ঠাকরে তার নিজের শিবসেনা দলের মধ্যে বিদ্রোহের কারণে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন) ।


🖍️U23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022: দীপক পুনিয়া ব্রোঞ্জ জিতেছেন, (86kg ফ্রিস্টাইল ওজন বিভাগে, অনুষ্ঠিত হলো বিশকেক, কিরগিজস্তানে)


🖍️4th Synergy Conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে, (ভারতীয় সেনাবাহিনী এবং প্রতিরক্ষা হিসাব বিভাগের মধ্যে) ।


🖍️আদানি স্পোর্টসলাইন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক(sponsor), (কমনওয়েলথ গেম 2022 অনুষ্ঠিত হতে চলেছে বার্মিংহামে)।


🖍️'কাশী যাত্রা' প্রকল্প চালু করলো কর্ণাটক সরকার, (বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থযাত্রা পরিচালনা করতে ইচ্ছুক তাদের প্রত্যেককে 5,000 টাকা নগদ সহায়তা প্রদান করবে সরকার)।


🖍️GAIL এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সন্দীপ কুমার গুপ্তা, (GAIL হেডকোয়ার্টার- নিউ দিল্লি, স্থাপনকাল – 1984 )


🖍️ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 9তম আর্মি টু আর্মি স্টাফ আলোচনা অনুষ্ঠিত হলো দেরাদুনে, (উপস্থিত ছিলেন রিচার্ড মার্লস, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী)।


🖍️ওড়িশায় উচ্চ-গতির বায়বীয় লক্ষ্য ABHYAS এর সফল ফ্লাইট পরীক্ষা করলো DRDO


🖍️ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের উপর 7 কোটি টাকা জরিমানা করলো SEBI


🖍️Chartered Accountants Day পালন করা হয় 1 জুলাই, (ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সভাপতি- এন ডি গুপ্তা)।


2nd July Bengali Current Affairs>>

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad