Ads Area

স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ/ল্যাবরটরি টেকনিশিয়ান/স্টাফ নার্স/ব্লক ডাটা ম্যানেজার/ west bengal health requirment - Karmadishari




WB HEALTH REQUIRMENT

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবারও নতুন করে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ তথা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত প্রতিবেদন জানুন।


পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান।

মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে ল্যাবরেটরই টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে।

বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন- প্রতিমাসে ২২,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ইন্টারভিউর ভিত্তিতে।


পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার।

মোট শূন্যপদ- ১ টি। (UR-1)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন করা থাকতে হবে। সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রী করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট দপ্তরে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন- প্রতিমাসে ২২,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ইন্টারভিউর ভিত্তিতে।


পদের নাম- স্টাফ নার্স।

মোট শূন্যপদ- ৪ টি। (SC-1, UR-2, ST-1)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় GNM/ B.Sc কোর্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন- প্রতিমাসে ২৫,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীর একাডেমিক নাম্বারের শতাংশের ভিত্তিতে।


আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অফলাইনে মাধ্যমে। আবেদন পত্র পূরণ করে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For The Post of_____(পদের নাম)।

আবেদনের ঠিকানা- 

Office of the Chief Medical officer of Health, Jhargram, P.o- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin-721507.


আবেদনের শেষ তারিখ- ১৩ জুলাই ২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

২) আধার কার্ড/ ভোটার কার্ড।

৩) বয়সের প্রমাণপত্র।

৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।

৫) কাস্ট সার্টিফিকেট।

৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

Tags
Recent Jobs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad