Ads Area

পাললিক শিলা।পাললিক শিলার উৎপত্তি।জীবাশ্ম।পাললিক শিলার শ্রেণিবিভাগ।স্তরীভূত শিলা Sedimentary rock. Origin of sedimentary rock. Fossil. Classification of sedimentary rock. Stratified Rock - Karmadishari

 




🔸পাললিক শিলার সংজ্ঞা (Definition) : 

পলি জমে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা (Sedi mentary Rock) বলে। আবার এ-জাতীয় শিলা স্তরে স্তরে সজ্জিত হয়ে গড়ে ওঠে বলে এর অপর নাম স্তরীভূত শিলা (Stratified Rock)

🔸পাললিক শিলার উৎপত্তি (Origin of Sedimentary Rock) : 

ল্যাটিন শব্দ 'সেডিমেন্টামের (Sedimentam)' অর্থ, জলে অধঃপতন। জলে দ্রবীভূত পলিসমূহ যুগ যুগ ধরে সমুদ্রগর্ভে অধঃপতিত হতে থাকে। এছাড়া নদীর মিষ্টি জলস্রোতে পরিবাহিত যাবতীয় বস্তুভার (load) সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এলে সহজেই তা জোটবদ্ধ হয়ে থিতিয়ে যায়।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, ল্যাটিন ভাষায় 'Seder' শব্দটির বাংলা অর্থ “থিতানো”। কোটি কোটি বছর ধরে একই প্রক্রিয়া চলার ফলে সমুদ্রগর্ভে সঞ্চিত পলিস্তর প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে জমাট বেঁধে পাললিক শিলার রূপ ধারণ করে।

উদাহরণ (Example): বেলেপাথর, চুনাপাথর, কাদাপাথর বা শেল, গ্রিট, খড়িমাটি, কংগ্লোমারেট, ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম, ওপেল, সৈন্ধব লবণ ইত্যাদি হল পাললিক শিলার কয়েকটি অতি পরিচিত উদাহরণ।


🔸জীবাশ্ম (Fossil) : 

জীবদেহ (উদ্ভিদ ও প্রাণী) বা জীবদেহের কোনো অংশ অবিকৃত অবস্থায় পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম (Fossil) বলে। পাললিক  শিলা স্তরে স্তরে সঞ্চিত হবার সময় জলজ উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ বা দেহের কোনো অংশ তার মধ্যে চাপা পড়ে যায়। সুদীর্ঘকাল ধরে পলিস্তরের মধ্যে চাপা পড়ে থাকার ফলে প্রচন্ড চাপ ও তাপের প্রভাবে কালক্রমে তা পাথরে পরিণত হয় এবং পাথরটি ওই জীবের বা জীবদেহের আকৃতিবিশিষ্ট হয়ে থাকে।

অথবা পাথরটির মধ্যে ওই জীবের বা জীবদেহের ছাপ থেকে যায়। যাবতীয় শিলার মধ্যে কেবলমাত্র পাললিক শিলার ভেতর জীবাশ্ম থাকে।


🔸পাললিক শিলার শ্রেণিবিভাগ (Classification of Sedimentary Rock): 

দুভাবে পাললিক শিলার শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। যথা— (ক) উৎপত্তির পদ্ধতি অনুসারে শ্রেণিবিভাগ এবং (খ) পলির উৎপত্তি অনুসারে শ্রেণিবিভাগ।


🖍️(ক) উৎপত্তির পদ্ধতি অনুসারে শ্রেণিবিভাগ (Classification of Rock accord ing to their method of Origin) : 

উৎপত্তির পদ্ধতি অনুসারে পাললিক শিলা তিন ভাগে বিভক্ত। যথা—


🖍️(i) যান্ত্রিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা (Mechanically Composed Sedi mentary Rock) : 

নানারকম প্রাকৃতিক শক্তির ঘাতপ্রতিঘাতে ভূত্বক চূর্ণবিচূর্ণ হয়ে সমুদ্রগর্ভে জমে যে পাললিক শিলা গঠিত হয় তাকে যান্ত্রিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা বলে। বেলেপাথর, কাদাপাথর, কংগ্লোমারেট প্রভৃতি এ-জাতীয় শিলার অন্তর্গত। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলাকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয়ে থাকে। 

যথা (ক) বালুকাময়, (খ) মৃণ্ময় ও (গ) কঙ্করময় শিলা


🖍️(ii) রাসায়নিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা (Chemically Composed Sedi mentary Rock) :

রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব পাললিক শিলা গঠিত হয়, তাদের বলা হয় রাসায়নিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা। ডলোমাইট, ক্যালসাইট, বোরক্স ইত্যাদি হল এই প্রকার শিলার উদাহরণ।


🖍️(iii) জৈব উপাদান দ্বারা গঠিত পাললিক শিলা (Organically Composed Sedi mentary Rock) :

 জীবজন্তুর খোলস, হাড়, কঙ্কাল ইত্যাদির মধ্যে চুনজাতীয় পদার্থ থাকে। ওইসব বস্তু পলিস্তরে চাপা পড়ে গিয়ে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে কালক্রমে পাললিক শিলায় পরিণত হয়। এই প্রকার শিলা জৈব উপাদান দ্বারা গঠিত পাললিক শিলা নামে পরিচিত। চুনাপাথর, চক, পিটকয়লা, জীবাশ্ম ইত্যাদি এ-জাতীয় শিলার অন্তর্গত।


🔸(খ) পলির উৎপত্তি অনুসারে শ্রেণিবিভাগ (Classification according to the origin of Sediment) : 

পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুটি উপবিভাগে বিভক্ত। 

যথা—(i) সংঘাত শিলা (Clastic Rock) এবং (ii) অসংঘাত শিলা (Non-Clastic Rock)


🖍️(i) সংঘাত শিলা (Clastic Rock) : 

যে-কোনো রকম সংঘাতের ফলে (অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে) সৃষ্ট পলি দ্বারা যেসব পাললিক শিলা গঠিত হয়েছে, তারা সংঘাত শিলা (Clastic Rock) নামে পরিচিত। বেলেপাথর, কাদাপাথর বা শেল, কংগ্লোমারেট ইত্যাদি এ-জাতীয় শিলার অন্তর্গত।


🖍️(ii) অসংঘাত শিলা (Non-Clastic Rock): 

সংঘাত ছাড়া অন্য যে-কোনো উপায়ে, যেমন রাসায়নিক বিক্রিয়ার ফলে অথবা জৈব পদার্থ সজ্জিত হয়ে সৃষ্টি হয়েছে, এরূপ পলি দ্বারা যেসব পাললিক শিলা গঠিত, তাদের বলা হয় অসংঘাত শিলা (Non-Clastic Rock)। ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট পলি দ্বারা এবং চুনাপাথর, চক, ওপেল ইত্যাদি জৈব উপাদানের সমন্বয়ে সৃষ্ট পলি দ্বারা গঠিত পাললিক শিলা হল অসংঘাত শিলা।



Tags
পৃথিবীর ভূগোল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad