22th August to 31th August Bengali Current Affairs/আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স- Karmadishari


22th August to 31th August Bengali Current Affairs


1. NIDAAN পোর্টাল চালু করলো ভারত সরকার, (কেন্দ্রীয় এবং রাজ্য প্রসিকিউশন এজেন্সি দ্বারা ব্যবহার করা হবে দেশে মাদকবিরোধী আইন প্রয়োগ করার জন্য)।


2. 17 তম প্রবাসী ভারতীয় দিবস 2023 অনুষ্ঠিত হবে ইন্দোরে, (9ই জানুয়ারী 1915-এ মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তনের দিনকে স্মরণ করে)।


3. মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা অঞ্চলটি দেশের প্রথম সম্পূর্ণ "কার্যকরীভাবে সাক্ষর" জেলা হয়ে উঠলো ।


4. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিতে নিযুক্ত হলেন ভারতীয় জনহিতৈষী আশীষ ধাওয়ান।


5. মালয়েশিয়ায় প্রথম বিপণন অফিস স্থাপন করতে চলেছে HAL, (Hindustan Aeronautics Limited)।


6. রাশিয়া থেকে ছয়টি TU-160 দূরপাল্লার বোমারু বিমান কিনতে চলেছে ভারত, 2220 কিমি প্রতি ঘণ্টা গতি, (এই উড়োজাহাজটি উড্ডয়নের সময় সর্বোচ্চ ওজন বহন করতে পারে 110,000 কেজি)।


7. কোয়ান্টাম কমিউনিকেশন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।


8. উত্তর কেরালায় প্রথম সর্ব-মহিলা শাখা চালু করল HDFC ব্যাংক।


9. RBI ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো।



10. হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) গগনযান মিশনে ব্যবহারের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ISRO) মহাকাশ সরঞ্জামের দুটি Crew Module Fairing হস্তান্তর করলো।


11. লাদাখে জ্বালানি সরবরাহ করতে ব্যবহার করা হবে ভূতাপীয় শক্তি, (লাদাখে 14,000 ফুট উপরে, ONGC ভূ-তাপীয় শক্তি পাম্প করার জন্য প্রস্তুত হচ্ছে)।


12. UEFA লিগে খেলা প্রথম ভারতীয় হলেন মনীষা কল্যাণ, (ক্লাবের নাম Apollon Ladies FC)।


13. সদ্ভাবনা দিবস পালন করা হয় 20 আগস্ট, (রাজীব গান্ধীর জন্মবার্ষিকীর স্মরণে)।


14. World Senior Citizen Day পালন করা হয় 21 আগস্ট।


15. International Day Commemorating the Victims of Acts of Violence Based on Religion or Belief পালন করা হয় 22 আগস্ট।


16. Renewable Energy Day (অক্ষয় উর্জা দিবস) পালন করা হয় 20 আগস্ট ।


17. সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের স্মরণ ও শ্রদ্ধার আন্তর্জাতিক দিবস পালন করা হয় 21 আগস্ট।


18. কেরালার প্রথম আদিবাসী ঔপন্যাসিক এবং ছোটগল্পকার নারায়ণ কোচিতে 82 বছর বয়সে মারা গেলেন।


19. GI ট্যাগ পেল বিহারের মিথিলা মাখানা।


20. ভারতীয় রেলওয়ের দীর্ঘতম মালবাহী ট্রেনের নাম হলো সুপার ভাসুকি, (দৈর্ঘ্য 3.5 কিমি)।


21. মৎস্য সেতু অ্যাপে অ্যাকোয়া বাজার ফাংশন চালু করল কেন্দ্র সরকার, (কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী - শ্রী পরশোত্তম রুপালা)।


22. আর্টেমিস III মিশনের চাঁদে অবতরণের স্থান প্রকাশ করল নাসা, (এই মিশনে চাঁদে প্রথম মহিলা মহাকাশচারী অবতরণ করবে)।


23. বিশ্ব জল সপ্তাহ পালন করা হবে 23 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অবদি, (এই বছরের থিম Seeing the unseen: The value of water)।


24. বিদ্যা রথ - স্কুল অন হুইলস প্রোগ্রাম লঞ্চ করল আসাম সরকার, (আসামের রাজধানী - দিসপুর, মুখ্যমন্ত্রী - হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল - অধ্যাপক জগদীশ মুখী)।


25. পাঞ্জাব ও হরিয়ানা চণ্ডীগড় বিমানবন্দরের নাম ভগত সিংয়ের নামে রাখতে রাজি হলো ।


26. দেশে প্রথম দেশীয় মাঙ্কিপক্স টেস্ট কিট চালু হলো, (এটি তৈরি করেছে Transasia Bio-Medicals)।


27. স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর সাতটি পুরাকীর্তি ভারতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলো, (গ্লাসগোর জাদুঘরগুলি উত্তর প্রদেশের একটি হিন্দু মন্দির থেকে চুরি করা পাথরের দরজার জাম সহ সাতটি প্রত্নবস্তু ভারতে ফিরিয়ে দেবে)।


28. 65তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের আয়োজক হবে কানাডা।


29. মারা গেলেন প্রাক্তন অলিম্পিক ফুটবল অধিনায়ক সমর বদরু ব্যানার্জি।


30. ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল সৈয়দ সিবতে রাজি মারা গেলেন, (তিনি 2008 - 2009 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন)।

Tags
Current affairs সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad