খড়্গপুর IIT -তে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড ২০,০০০/- টাকা।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Professional Trainees
মোট শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএ, কস্ট অ্যাকাউন্ট্যান্টে স্নাতক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স- ৩১ জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
স্টাইপেন্ড- প্রতিমাসে স্টাইপেন্ড ২০,০০০/- টাকা।
প্রশিক্ষণের সময়সীমা- ১২ মাস।
আবেদন পদ্ধতি- আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ UR/EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/ টাকা ও SC/ST/PWD / Women প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২৮ অক্টোবর, ২০২২