রাজ্যে ১৪২০ শূন্য পদে লেডি কনস্টেবল নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন----- Karmadishari
WBP Lady Constable Recruitment 2023
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) তরফ থেকে প্রকাশিত হলো লেডি কনস্টেবল (Lady Constable) নিয়োগের বিজ্ঞপ্তি যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷
রাজ্যে ১৪২০ শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ
পদের নাম-
লেডি কনস্টেবল (Lady Constable) মোট শূন্যপদ- ১৪২০ টি।
বয়স সীমা-
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
WB Lady Constable Salary 2023
বেতন ক্রম-
পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী সর্বনিম্ন ২২,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা—
পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা-
আবেদনকারী কে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।
শারীরিক যোগ্যতা-
গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি হতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি হতে হবে৷
দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী-
সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।
WBP Lady Constable Application Process 2023
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক সকল প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ আবেদনটি করা যাবে। আবেদনকারীদের www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি-
তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ST) জন্য কোন আবেদন ফি লাগবেনা। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা-
এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল ২০২৩ থেকে। আবেদন চলবে আগামী ২২ মে ২০২৩ তারিখ অবধি।
WBP Lady Constable Selection Process 2023
নিয়োগ পদ্ধতি-
মোট পাঁচটি ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের এই লেডি কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে।
১) প্রিলিমিনারি পরীক্ষা ( ১০০ নম্বরের)।
2) Physical Measurement Test (PMT)।
৩) Physical Efficiency Test (PET)
৪) Final Written Examination (৮৫ নম্বরের)।
৫) Interview/Personality Test (১৫ নম্বরের)।
WBP Lady Constable Syllabus Download
প্রিলিমিনারি পরীক্ষায় মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসবে। এই পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের। নেগেটিভ মার্কিং ০.২৫৷
1) General Awareness and General Knowledge: 40 Marks
2) Elementary Mathematics (Madhyamik standard): 30 Marks
3) Reasoning: 30 Marks
Apply for Online Click Here >>
Download Notification