Ads Area






ভারতীয় রেলে ৩১৯০ পদে বিরাট নিয়োগ ! মাধ্যমিক পাশে করুন আবেদন Railway recruitment 2023- Karmadishari

ভারতীয় রেলে ৩১৯০ পদে বিরাট নিয়োগ ! মাধ্যমিক পাশে করুন আবেদন ।

রেলওয়ে গুড্স শেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি (RGSWWCS) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার বিভিন্ন শূন্যপদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। 

উল্লেখ্য, ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামো সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে৷



Employment No. - 04/2023

পদের নাম - Junior Time Keeper

মোট শূন্যপদ - ১৬৭৬ টি।

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক অথবা সমতুল্য

যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন -২৮,০০০ টাকা।


পদের নাম -Junior Assistants

মোট শূন্যপদ – ৯০৮ টি। 

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য - যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন -৩৪,০০০ টাকা।


পদের নাম Welfare Officer 

মোট শূন্যপদ – ৬০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন – ৪০,০০০ টাকা।

বয়সসীমা – আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৪ বছরের মধ্যে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পুন্ন অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট www.rmgs.org এ গিয়ে উপযুক্ত বিকল্প বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের।


আবেদন ফি – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের জন্য এককালীন ৭০০/- টাকা এবং মহিলা/ তপশীলি জাতিভুক্ত প্রার্থী ও PWBD প্রার্থীদের জন্য এককালীন ৫০০/- টাকা আবেদন ফি ধার্য্য করা হয়েছে।


নিয়োগ পদ্ধতি – CBT পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ – ২৫ যে, ২০২৩


Apply for Online Click Here >>

Tags
Recent Jobs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below post ads