NCERT SCIENCE Book |
ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে || ভৌত রাশির প্রকারভেদ || ভৌত বা প্রাকৃতিক রাশির উদাহরণ
🔘 ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি: পরিমাপযোগ্য যে-কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে।
উদাহরণ:
দৈর্ঘ্য, ভর, সময়, উয়তা, গতিবেগ প্রভৃতির পরিমাপ করা যায়। তাই এদের প্রত্যেকে এক-একটি ভৌত রাশি।
(b) জল কাঠ এদের কি ভৌত রাশি বলা যায় ?
>> জল, কাঠ, বায়ু এদের ভৌত রাশি বলা যায় না। কারণ জল, কাঠ, বায়ু-এদের আমরা মাপি না-মাপা হয় এদের ভর, ওজন বা আয়তন। তাই এদের ভর, ওজন বা আয়তন ভৌত রাশি হলেও এরা নিজেরা ভৌত রাশি নয়।
🔘 ভৌত রাশির প্রকারভেদ:
ভৌত রাশি দুই প্রকার- (ⅰ) স্কেলার রাশি এবং (ii) ভেক্টর রাশি।
(i) স্কেলার রাশি:
যেসব রাশির শুধুমাত্র মান আছে, কিন্তু অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, সময়, উন্নতা প্রভৃতি স্কেলার রাশি। কারণ এদের প্রত্যেকেরই মান আছে, কিন্তু অভিমুখ নেই।
(ii) ভেক্টর রাশি:
যেসব রাশির মান এবং অভিমুখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। বেগ, ত্বরণ,সরণ, বল, ওজন প্রভৃতি ভেক্টর রাশি। কারণ এদের প্রত্যেকেরই মান ও অভিমুখ দুই-ই আছে।