আর্মিতে কয়েকশো সোলজার নিয়োগ
🔶 রালির মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, হুগলি এবং পুরুলিয়া থেকে কয়েকশো সোলজার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। রালি আয়োজিত হবে এই ঠিকানায় :-
🔸 আর সি টি সি গ্রাউন্ড, বারাকপুর ক্যান্টনমেন্ট।
রালির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। শুধু ছেলেরা রালিতে অংশগ্রহণ করতে পারবেন।
🔶 রালিতে অংশগ্রহণ করার জন্য ২১ অগস্টের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in দরখাস্ত করার সময় প্রার্থীকে বৈধ ই-মেল অ্যাড্রেস জানাতে হবে। এই ই-মেল অ্যাড্রেসে রালির ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড পাঠানো হবে।
🔶 ক্যাটেগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতা :-
সোলজার জেনারেল ডিউটি: অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে। গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
সোলজার টেকনিক্যাল ও সোলজার টেকনিক্যাল (অ্যাডিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার): ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরেজি-সহ উচ্চমাধ্যমিক । উচ্চমাধ্যমিকে মোট অন্তত ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
সোলজার নার্সিং অ্যাসিস্ট্যাস্ট/নার্সিং অ্যাসিস্ট্যাস্ট-ভেটেরিনারি ফিজিক্স,কেমিস্ট্রি, ইংরেজি এবং বায়োলজি বা জুলজি বা বটানি-সহ উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে মেটি অন্তত ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেরে থাকতে হবে।
সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল: অন্তত ৬০ শতাংশ নম্বর সহ আর্টস বা সায়েন্স বা কমার্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি এবং ম্যাথস বা অ্যাকাউন্ট্যান্সি বা বুক কিপিংয়ে অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
সোলজার ট্রেডসম্যান-অল আর্মস (সইস, মেস কিপার ও হাউস কিপার বাদে অন্যান্য): মাধ্যমিক পাশ। প্রতিটি বিষয়ে অস্তত ৩৩ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে।
সোলজার ট্রেডসম্যান-অল আর্মস (সইস, মেস কিপার ও হাউস কিপার): ক্লাস এইট পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে।
🔶 বয়স: ১-১০-২০২০ তারিখে সোলজার জেনারেল ডিউটি-র ক্ষেত্রে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে এবং বাকি সবক'টি ক্ষেত্রে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
দৈহিক মাগজোক: উচ্চতা: সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল পদের ক্ষেত্রে ১৬২ সেমি এবং অন্যান্য সব পদের ক্ষেত্রে ১৬৯ সেমি (তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২ সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি)। বুকের হাতি: সোলজার ট্রেডসম্যান-অল আর্মস-এর ক্ষেত্রে না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ সেমি ও ৮১ সেমি এবং বাকি সব পদের ক্ষেত্রে না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি। রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়রা উচ্চতা, বুকের ছাতির মাপ এবং ওজনে যথাক্রমে ২ সেমি, ৩ সেমি ও ৫ কেজি এবং সমরকর্মী, প্রাক্তন সমরকর্মী ও যুদ্ধে নিহত সৈনিকদের ছেলেরা ওই তিন ক্ষেত্রে যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ছাড় পাবেন।
🔸প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, নথিপত্র যাচাই, মেডিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে।
🔸দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- সর্বাধিক ৫.৪৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড় (আগে দৌড় শেষ করলে বোনাস নম্বর পাওয়া যাবে), জিগজ্যাগ ব্যালান্স, ১০টি বিম ও ৯ ফুট লং জাম্প (ডিচ)। দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মেডিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র রালির সময় জানিয়ে দেওয়া হবে।
🔸মূল সার্টিফিকেট ও নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন। নির্দিষ্ট দিন সকাল ৬টার মধ্যে রালি কেন্দ্রে হাজির থাকতে হবে। প্রয়োজনে ৩-৪ দিন রালি কেন্দ্রে থাকতে হতে পারে নিজের ব্যবস্থায়। উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন। তথ্যের প্রয়োজনে সপ্তাহের যে-কোনও কাজের দিন বারাকপুরের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা, ফোনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ২৫৪৫-২৯৫৮, ২১৭৭-০৮১৩, ২১৭৭-০৮১৪। তথ্য পাবেন উল্লিখিত ওয়েবসাইটেও।
🔶 রালিতে কি কি সঙ্গে নিয়ে যাবেন :-
1.রালিতে যোগদানের অ্যাডমিট কার্ড ও সেটির দু'টি প্রত্যয়িত নকল।
2.২০ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। ফটো প্রত্যয়িত হওয়ার দরকার নেই। তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না।
3.মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশনের (থাকলে) অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রতিটির দু'টি প্রত্যয়িত নকল। মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে স্কুলের প্রধানশিক্ষক কর্তৃক স্বাক্ষরিত এবং ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সিগনেচার-সহ ম্যাট্রিক সার্টিফিকেট ও মার্কশিট এবং সেগুলির দু'কপি প্রত্যয়িত নকল। অষ্টম শ্রেণি উত্তীর্ণদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলের কাউন্টার সিগনেচার-সহ মার্কশিট ও ট্রান্সফার সার্টিফিকেট এবং সেগুলির দু'কপি প্রত্যয়িত নকল।
4.জন্মতারিখের প্রমাণ হিসেবে ডিস্ট্রিক্ট বার্থ রেজিস্ট্রারের কাছ থেকে নেওয়া জন্মতারিখের সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল৷
5.তহসিলদার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া ডোমিসাইল সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল।
6.তহসিলদার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।
7.কাস্ট সার্টিফিকেটে প্রার্থীর ধর্মের উল্লেখ না থাকলে তহসিলদার বা এস ডি এম এর অফিস থেকে নেওয়া রিলিজিয়ন সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল।
8.প্রার্থী শেষ যে-প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজের প্রধানের থেকে নেওয়া বারীর সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল।
9.গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ও গোল সিলমোহরের ছাগ দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল।৬ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না।
10.২১ বছরের নীচের প্রার্থীদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ও গোল সিলমোহরের ছাপ দেওয়া আনম্যারেড সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল। ৬ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না।
11.সমরকর্মী বা প্রাক্তন সমরকর্মী বা যুদ্ধে নিহত সৈনিকের বিধবার ছেলেদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড অফিস থেকে নেওয়া বোনাফায়েড সার্টিফিকেট ও তার দু'কপি প্রত্যয়িত নকল। রিলেশনশিপ সার্টিফিকেটে স্বাক্ষরকারীর আর্মি নম্বর, rank, ও নামের উল্লেখ থাকতে হবে।
12.প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে মূল ডিসচার্জ বুক এবং ১০ টাকার স্ট্যাম্প পেপারে নেওয়া এফিডেভিট ও তার দু'কপি প্রতায়িত 'নকল। এফিডেভিটে ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই থাকতে হবে।
13.এন সি সি সার্টিফিকেট (থাকলে) ও তার দু'কপি প্রত্যয়িত নকল।
14.খেলোয়াড়দের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের থেকে পাওয়া স্পোর্টস সার্টিফিকেট ও তার দু’কপি প্রত্যয়িত নকল।
15.১০ টাকার স্ট্যাম্প পেপারে কোনও নোটারির কাছ থেকে নেওয়া এফিডেভিট ও তার দু'কপি প্রত্যয়িত নকল। এফিডেভিটে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।
16.আধার কার্ড ও প্যানকার্ড এবং সেগুলির দু'কপি প্রত্যয়িত নকল।
17.প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের (সিঙ্গল) পাসবুক ও তার প্রথম পৃষ্ঠার দু’কপি প্রত্যয়িত নকল।
18.সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত কোডিড অ্যাসিম্পটোম্যাটিক সার্টিফিকেট (অ্যানেক্সচার-ডি)। রালির ৪৮ ঘণ্টা আগে এই সার্টিফিকেট সংগ্রহ করে থাকতে হবে।
19.নো-রিস্ক সার্টিফিকেট (অ্যানেক্সচার-ই)।
Apply OnlineClick here >>