অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য Differentiation between parallel of latitude and meridians of longitude


Differentiation between parallel of latitude and meridians of longitude

অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য -

অক্ষরেখা(parallels of latitude) দ্রাঘিমা রেখা(meridians of longitude)
অক্ষরেখা গুলো পৃথিবী কে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে দ্রাঘিমা রেখা গুলো পৃথিবী কে উত্তর-দক্ষিণ বেষ্টন করে আছে
নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয় মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়
অক্ষরেখা গুলো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত দ্রাঘিমা রেখা গুলো পূর্ব দ্রাঘিমা রেখা ও পশ্চিম দ্রাঘিমা রেখা নামে পরিচিত
অক্ষ রেখার অপর নাম সমাক্ষরেখা দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা
অক্ষরেখা গুলো প্রত্যেকেই পূর্ণ বৃত্ত দ্রাঘিমা রেখা গুলো প্রত্যেকেই অর্ধবৃত্ত
অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমা রেখার মান 0° থেকে 180 ডিগ্রি পর্যন্ত
অক্ষরেখা গুলি নিরক্ষরেখা থেকে উত্তর-দক্ষিণ এ অবস্থান করছে দ্রাঘিমা রেখা গুলো মূলমধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান করছে
নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখা গুলো ক্রমশ ছোট হয়ে গেছে মূল মধ্যরেখা থেকে আন্তর্জাতিক তারিখ রেখার দিকে' দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একই থেকে গেছে

Post a Comment

0 Comments