অক্ষরেখা গুলো পৃথিবী কে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে |
দ্রাঘিমা রেখা গুলো পৃথিবী কে উত্তর-দক্ষিণ বেষ্টন করে আছে |
নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয় |
মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয় |
অক্ষরেখা গুলো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত |
দ্রাঘিমা রেখা গুলো পূর্ব দ্রাঘিমা রেখা ও পশ্চিম দ্রাঘিমা রেখা নামে পরিচিত |
অক্ষ রেখার অপর নাম সমাক্ষরেখা |
দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা |
অক্ষরেখা গুলো প্রত্যেকেই পূর্ণ বৃত্ত |
দ্রাঘিমা রেখা গুলো প্রত্যেকেই অর্ধবৃত্ত |
অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত |
দ্রাঘিমা রেখার মান 0° থেকে 180 ডিগ্রি পর্যন্ত |
অক্ষরেখা গুলি নিরক্ষরেখা থেকে উত্তর-দক্ষিণ এ অবস্থান করছে |
দ্রাঘিমা রেখা গুলো মূলমধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান করছে |
নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখা গুলো ক্রমশ ছোট হয়ে গেছে |
মূল মধ্যরেখা থেকে আন্তর্জাতিক তারিখ রেখার দিকে' দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একই থেকে গেছে |
0 Comments