সালোকসংশ্লেষের আলোক দশা Light phase of photosynthesis
বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম লক্ষ করেন, সালোকসংশ্লেষ প্রক্রিয়া দুটি দশায় সম্পন্ন হয়, যথা— (1) আলোক দশা (Light phase) এবং (2) অন্ধকার দশা (Dark phase)।
আলোক দশা (Light phase)
আলোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষের যে প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে আলোক দশা বলে। এই দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে (ATP, NADPH + H ) রূপান্তরিত হয়। আলোক দশা ক্লোরোপ্লাস্টে গ্রানাতে সম্পন্ন হয়।
আলোক দশা বিভিন্ন ধাপে সম্পন্ন হয় সেগুলি নিচে দেওয়া হল।
(i) ক্লোরোফিলের সক্রিয়তা
এই দশাটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে থাকে। পাতার ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত এবং সক্রিয় হয়।
(ii) ফোটোলিসিস
পাতার ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়। এই সক্রিয় ক্লোরোফিল জলকে (H2O) হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়নে (OH-) ভেঙে দেয়। আলোর প্রভাবে জলের এইভাবে দুটি আয়নে ভেঙে যাওয়াকে ফোটোলিসিস বলে। 1940 সালে বিজ্ঞানী রোবিন হিল সর্বপ্রথম এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন, তাই এটি হিল-বিক্রিয়া বা Hill reaction নামেও পরিচিত।
(iii) বিজারিত NADP গঠন
জলের বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন আয়ন (H+) পাতায় উপস্থিত NADP-র সঙ্গে যুক্ত হয়ে NADPH + H গঠন করে।
(iv) অক্সিজেনের নির্গমন
জলের বিশ্লেষণে সৃষ্ট অপর উপাদান হাইড্রক্সিল আয়ন (OH-) ইলেকট্রন (e) ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। চারটি OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন উৎপাদন করে। উৎপন্ন জল উদ্ভিদের প্রয়োজনে ব্যবহৃত হয় এবং অক্সিজেন পত্ররন্ধের মাধ্যমে পরিবেশে নির্গত হয়।
(v) ফসফোরীভবন
পাতায় উপস্থিত অ্যাডিনোসিন ডাই-ফসফেট (ADP) সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেটের (Pi) সঙ্গে যুক্ত হয়ে উচ্চশক্তিসম্পন্ন অ্যাডিনোসিন ট্রাই ফসফেটে (ATP) পরিণত হয়। এই ঘটনাকে সালোকসংশ্লেষীয় ফসফোরীভবন বা ফোটোফসফোরাইলেশান (Phosphorylation) বলে। আলোকদশায় ইলেকট্রন স্থানান্তরের সময় ইলেকট্রন থেকে নির্গত শক্তি (ATP) সংশ্লেষে ব্যবহৃত হয়।
0 Comments