🖋️কর্মদিশারী 📚
🔸নমস্কার বন্ধুরা,
🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।
বন্ধুরা তোমরা দেরী না করে নিচে দেওয়া মক টেস্ট অংশগ্রহণ করো এবং তোমরা কি রকম প্রিপারেশন করেছ তার কমেন্ট আমাদের মেসেজ করে জানাও। এবং কোন কিছু জানার থাকলে বা প্রশ্ন সম্বন্ধে কিছু বলার থাকলে আমাদের মেসেজ করতে পারো।
সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট পেপার ব্যবস্থা আছে তোমরা ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করো এবং দৈনিক মক টেস্ট দাও। এতে তোমার যেকোনো পরীক্ষায় অতি সহজেই উত্তর করে আসতে পারবে।
1➤ পারদ থার্মোমিটার কে আবিস্কার করেন
2➤ পেট্রোল চালিত গাড়ি কে আবিষ্কার করেন
3➤ বিষাক্ত মাস্টার্ড গ্যাস উৎপাদনে ব্যবহৃত জৈব যৌগ টির নাম
4➤ শহরের এলাকায় বাড়িতে যে জল পাঠানো হয় তা শুদ্ধ করা হয় কি পদ্ধতিতে
5➤ অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি
6➤ কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপ কে আলাদা করা হয়
7➤ কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন দেখা যায়
8➤ ফুলারিন কি
9➤ নটিক্যাল মাইল কিসের একক
10➤ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় এমন পদার্থের নাম কি
11➤ মরীচিকা সৃষ্টির কারণ কি
12➤ প্রবাহিত তরলের ঘর্ষণ কে কি বলে
13➤ শব্দের নিখুঁত প্রতিপালনের জন্য প্রয়োজনীয় নূন্যতম দূরত্ব কত
14➤ উদ্ভিদের কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত প্রক্রিয়াটি ঘটে
15➤ মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে কোন উদ্ভিদ রাখেন
0 Comments