WBP SI Question paper 2021 PDF download
1. ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়।
(A) কর্ণাটক
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) তামিলনাড়ু
2.
3. ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?
(A) মিজোরাম
(B) নাগাল্যান্ড
(C) মধ্যপ্রদেশ
(D) মেঘালয়
4. তিনটি সংখ্যার গড় ৪০। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণের থেকে 10 কম। সবথেকে ছোট সংখ্যাটি কত?
(A) 68
(B) 28
(C) 66
(D) 26
5. যদি '+' মানে 'x', '+' মানে '', 'x' মানে '+', '' মানে '' হয়, তবে (2273+2x3 + 2) -এর মান নির্ণয় করো।
(A) 35
(B) 27
(C) 39
(D) 37
6. ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
(A) NH 17
(B) NH 60
(C) NH44
(D) NH 10
7.
8. নিম্নলিখিত কোন Browser টির সাহায্যে Dark Web access করা যায়?
(A) গুগল ক্রোম
(B) আই ও এস
(C) টর
(D) লিনাক্স
9. যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল?
(A) 10 বছর
(B) 15 বছর
(C) 18 বছর
(D) 12 বছর
10. মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত?
(A) মহানদী
(B) সুবর্ণরেখা
(C) তুঙ্গভদ্রা
(D) কংসাবতী
11. প্রথম ‘পদ্মবিভূষণ' পুরস্কারের প্রাপক কে ছিলেন?
(A) নন্দলাল বোস
(B) ডঃ বীরভান ভাটিয়া
(C) পণ্ডিত জওহরলাল নেহরু
(D) সত্যেন্দ্রনাথ বোস
12. একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে, সেই মিশ্রণে 75% জল থাকবে?
(A) 4 লিটার
(B) ৪ লিটার
(C) 10 লিটার
(D) 6 লিটার
13. তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত?
(A) গঙ্গা
(B) রবি
(C) ইছামতী
(D) ইরাবতী
14. প্লাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘণ্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত?
(A) 250 মিটার
(B) 150 মিটার
(C) 300 মিটার
(D) 200 মিটার
15. নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়?
(A) থাইরয়েড
(B) যকৃৎ
(C) অগ্ন্যাশয়
(D) পিটুইটারি
16. M সংখ্যক মানুষ একটি দ্রব্য R দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে?
17. ‘পম্পাস' তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়?
(A) এশিয়া
(B) উত্তর আমেরিকা
(C) দক্ষিণ আমেরিকা
(D) আফ্রিকা
18. ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো
গায়ক, সংগীতকার, ডাক্তার
19. ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে?
(A) দামোদর অববাহিকায়
(B) মহানদী অববাহিকায়
(C) গোদাবরী অববাহিকায়
(D) শোন অববাহিকায়
20. সরলীকরণ করো :
(√20+√1125-√567) (√500 + √245 +9√7)
(A) 2012
(B) 1445
(C) 567
(D) 878
21. কলকাতাকে ‘আলিনগর' নামকরণ কে করেছিলেন?
(A) সিরাজ উদ্ দৌল্লা
(B) মীরকাশিম
(C) বাহাদুর শাহ আলম
(D) মীরজাফর
22. নীচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে?
1. Abandon
2. Actuate
3. Accumulate
4. Acquit
5. Achieve
(A) Actuate
(B) Acquit
(C) Achieve
(D) Accumulate
23. নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি?
(A) ক্যানবেরা
(B) অসলো
(C) আক্রা
(D) দামাস্কাস
24. 4 ঘটিকার বৃষ্টি (4o'clock rain) নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়?
(A) অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়
(B) ইয়াংসে অববাহিকায়
(C) হোয়াংহো অববাহিকায়
(D) নীলনদের অববাহিকায়
25. একটি সাংকেতিক ভাষায় 724 মানে 'leaf is green, 371 green and blue' 438 'sky is blue' হলে, leaf" এবং ‘is' কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে?
(A) 2 এবং 7
(B) 7 এবং 4
(C) 2 এবং 8
P) 2 এবং 4
26. 'INDRA 2021' সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা?
(A) রাশিয়া
(B) জাপান
(C) সিঙ্গাপুর
(D) ভারত
27. যদি 1+4=9, 2+8=18, 3+6=15, তাহলে 7+ 8-এর মান কত? 13 9=15 15
(A) 41
(B) 30
(C) 32
(D) 23
28. নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত?
29. 12. 25. 37, 49, ?
(A) 69
(B) 56
(C) 60
(D) 65
30. বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত?
(A) 3 বছর
(B) 6 বছর
(C) 5 বছর
(D) 2 বছর
31. নীচের কোনটি প্রদত্তশব্দের নিকটতম জলীয় প্রতিবিম্ব ?
NUCLEAR
32. সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে 'Absolute Zero তাপমাত্রা বলে বোঝানো হয়?
(A) -273-15°C
(B) -237-15°C
(C) -373-15°C
(D) 0°C
33. একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10000টি বাল্ব তৈরির বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে?
(A) 60
(B) 55
(C) 10
(D) 15
34. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) মহারাষ্ট্র
(D) উড়িষ্যা
35. যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে?
(A) 25%
(B) 30%
(C) 15%
(D) 20%
36. হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি (National Police Academy) কার নামে নামাঙ্কিত?
(A) পণ্ডিত জওহরলাল নেহরু
(B) লালবাহাদুর শাস্ত্রী
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) মহাত্মা গান্ধী
37. কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) লর্ড রিপন
38. রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। এরপর ডানদিকে ঘুরে সে 30 মিটার হাঁটে। এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার যায়। এরপর বাম দিকে ঘুরে 15 মিটার যায়। তারপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়। রসিক বর্তমানে তার শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে?
(A) 15 মিটার পশ্চিমে
(B) 30 মিটার পশ্চিমে
(C) 45 মিটার পূর্বে
(D) 30 মিটার পূর্বে
39. ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে?
(A) অ্যাডভোকেট জেনারেল
(B) সলিসিটর জেনারেল
(C) আইন বিভাগের সেক্রেটারি জেনারেল
(D) অ্যাটর্নি জেনারেল
40. সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকনমিক ফোরামে 'ক্রিস্টাল অ্যাওয়ার্ড' লাভ করেছেন?
(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) করিনা কাপুর
(C) অনুষ্কা শর্মা
(D) দীপিকা পাড়ুকোন
41. ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ.
উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকের দশম স্থানের অক্ষরের ডানদিকে অষ্টম স্থানে আছে?
(A) X
(B) I
(C) H
(D) W
42. কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হত, তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল (Principal) টাকা কত ছিল?
(A) 1,70,000 টাকা
(B) 1,25,000 টাকা
(C) 1,20,000 টাকা
(D) 1,50,000 টাকা
43. অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী?
(A) অ্যামাইটোসিস
(B) মাইকোসিস
(C) মাইটোসিস
(D) মায়োসিস
44. 'CASTRAPHONE' শব্দটিতে কত জোড়া অক্ষর আছে যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ততগুলি অক্ষর আছে?
(A) 3
(B) 5
(C) 6
(D) 4
45. বৌদ্ধ ধর্মগ্রন্থ 'ত্রিপিটক' কোন লিপিতে লেখা হয়েছিল?
(A) পালি
(B) সংস্কৃত
(C) হিন্দি
(D) বাংলা
46. নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ‘জগৎ শেঠ' নামাঙ্কিত হয়েছিলেন?
(A) মানিকচাঁদ
(B) খোজা ওয়াজিদ
(C) উমিচাদ
(D) ফটিকচাঁদ
47. যদি একটি রাস্তার রাস্তাটির অংশের দৈর্ঘ্য কত?
(A) 60 কিমি
(B) 68 কিমি
(C) 26 কিমি
(D) 66 কিমি
48. সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে?
(A) মধ্যপ্রদেশ
(B) হরিয়ানা
(C) তামিলনাড়ু
(D) গুজরাট
49. এক চা-বিক্রেতা 250 টাকা/কেজি দরের A চা, 150 টাকা/কেজি দরের B চা-এর সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা/কেজি দরে যদি তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত?
(A) 12%
(B) 10%
(C) 18%
(D) 15%
50. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম 'Green Hydrogen’ প্লান্টটি কোথায় স্থাপিত হবে?
(A) মথুরা তৈলশোধনাগার
(B) পারাদ্বীপ তৈলশোধনাগার
(C) জামনগর তৈলশোধনাগার
(D) হলদিয়া তৈলশোধনাগার
51. শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল?
(A) ৪ বছর
(B) 5 বছর
(C) 3.5 বছর
(D) 2.5 বছর
52. নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী?
(A) গঙ্গা
(B) ব্রহ্মপুত্র
(C) গোদাবরী
(D) সিন্ধু
53. পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত?
(A) 10 বছর
(B) 36 বছর
(C) 14 বছর
(D) 12 বছর
54. পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) ব্যাডমিন্টন
(B) টেবল টেনিস
(C) ক্রিকেট
(D) লন টেনিস
55. কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে?
(A) প্রস্তাবনা
(B) চতুর্থ তপশিল
(e) রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি
(D) মৌলিক অধিকার
56. দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 32 এবং 1760 হলে, ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
(A) 160
(B) 152
(C) 102
(D) 110
57. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?
(A) কৃষ্ণা নদী
(B) গোদাবরী নদী
(C) কাবেরী নদী
(D) ব্রহ্মপুত্র নদ
58. যদি MN রেখা বরাবর একটি দর্পণ রাখা হয়, তবে নীচের কোন ছবিটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব।
59. কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন?
(A) পি.টি. ঊষা
(B) সাইখোম মীরাবাই চানু
(C) লভলীনা বড়গোঁহাই
(D) পি.ভি. সিন্ধু
60. G-এর বাবা হল X-এর পুত্র। P হল G-এর কাকা Y হল X-এর ভাই। তাহলে Y, P-র কে হয়।
(A) কাকা
(B) দাদা
(C) বাবা
(D) ভাইপো
61. নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর?
(A) কান্ডালা
(B) মুম্বাই
(C) কোচিন
(D) হলদিয়া
62. দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে?
(A) 25
(B) 21
(C) নির্ণয় করা সম্ভব নয়।
(D) 23
63. A 2,250 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। পরবর্তীকালে B, 2,700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে A ও B-এর মধ্যে ভাগ হয়, তবে A শুরু করার কত সময় পরে B ব্যবসায় যুক্ত হয়েছিল?
(A) 6 মাস
(B) 7 মাস
(C) 3 মাস
(D) 5 মাস
64. A, B, C, D, E এবং F এই ছয় বন্ধু এক বেঞ্চে বসে আছে। E এবং F মাঝখানে বসে আছে। A এবং B দুই প্রাপ্তে বসে আছে। যদি C, A-র একদম বামদিকেই বসে থাকে, তাহলে B-র একদম ডানদিকে কে বসে আছে?
(A) D
(B) C
(C) E
(D) A
65. কোনো পরিমাণ টাকা, চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2½ গুণ হয়। ওই একই পরিমাণ টাকা 18 বছরে কতগুণ হবে?
(A) 5/2 গুন
(B) 625/16 গুন
(C)125/8 গুন
(D) 25/8 গুন
66. ‘ধূমকেতু’ কার ছদ্মনাম ছিল?
(A) কাজি নজরুল ইসলাম
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(C) সত্যজিৎ রায়
(D) সুনীল গঙ্গোপাধ্যায়
67. মোহিনী নীতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেঁটে নয়, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান। মোহিনী হেমার থেকে বেঁটে। উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে?
(A) মোহিনী
(B) হেমা
(C) নির্ণয় করা সম্ভব নয়
(D) নীতা
68. 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান 'ভাটনাগর পুরস্কার' লাভ করেছেন?
(A) প্রফেসর সুরজিত ধারা
(B) প্রফেসর সূর্যেন্দু দত্ত
(C) প্রফেসর রজতশুভ্র হাজরা যে
(D) প্রফেসর জ্যোতির্ময়ী দাস
69. একটি সেনাছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। আরও 300 জন সেনা উপস্থিত হলে, ওই রসদে কতদিনের জোগান সম্ভব হবে?
(A) 15 দিন
(B) 17½ দিন
(C) 18 দিন
(D) 16 দিন
70. নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়?
(A) টাইফয়েড
(B) নিউমোনিয়া
(C) ইনফ্লুয়েঞ্জা
(D) ডিপথেরিয়া,
71. নীচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই?
5932174269746 13 287413832 56 74 39 5 8 20187463
(A) চার
(B) ছয়
(C) পাঁচ
(D) তিন
72. কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে ‘দেশনায়ক দিবস’ রূপে ঘোষণা করা হয়েছে?
(A) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) উড়িষ্যা
(D) পশ্চিমবঙ্গ
73. যদি কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হয়, তবে ওই বছরেরই 27শে অক্টোবর কোন বার হবে?
(A) সোমবার
(B) শনিবার
(C) রবিবার
(D) বৃহস্পতিবার
74. মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না?
(A) ধমনী
(B) কৈশিক
(C) মস্তিধ
(D) শিরা
75. সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) তিরন্দাজি
(B) টেবিল টেনিস
(C) কুস্তি
(D) কবাডি
76. বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে, 10,000 টাকা 2 বছরে 12100 টাকা হবে?
(A) 10%
(B) 5%
(C) 11%
(D) 20%
77. CMM, EOO, GQQ. ? KUU
(A) GRR
(B) ISS
(C) ITT
(D) GSS
78. যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয়, তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়?
(A) ঝড়ের সম্ভাবনা
(B) রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা
(C)পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা
(D) বৃষ্টির সম্ভাবনা
79. এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন, তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(A) 150 টাকা
(B) 120 টাকা
(C) 125 টাকা
(D) 105 টাকা
80. নীচের শব্দগুলির মধ্যে কোনটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর দ্বারা তৈরি করাা সম্ভব নয়?
(A) THOSE
(B) PRONE
(C) COTTON
(D) SCENT
81. একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মি বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84মি হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
(A) 11মি ও6মি
(B) 13মি ও ৪মি
(C) 14মি ও6মি
(D) 12মি ও 7মি
82. নিম্নোক্ত কোনটি একটি ‘বামনগ্রহ’ নয়?
(A) প্লুটো
(B) সিরেস
(C) ইরিস
(D) নেপচুন
83. সানরাইজ ইন্ডাস্তি' বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়?
(A) পেট্রোকেমিক্যাল শিল্প
(B) পরিবহণ শিল্প
(C) নির্মাণ শিল্প
(D) কম্পিউটার শিল্প
84. যদি 'XSY' মানে 'X, Y-এর বাবা'; 'X #Y' মানে 'X, Y-এর মা'; 'XxY' মানে 'X, Y-এর বোন' হয়, তবে N #AS Bx D তে D কীভাবে N-এর সাথে সম্পর্কিত?
(A) ভাইপো
(B) নাতনি
(C) নির্ণয় করা সম্ভব নয়
(D) নাতি
85. Torr Unit?
(A) Pressure
(B) Momentum
(C) কার্য (Work)
(D) বল ( Force)
86. গম ও ধানের বাজারদরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত?
(A) 6:5
(B) 1:1
(C) 8:15
(D) 5:6
87. নীচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে?
88. কার জীবনীর নাম 'Romancing with life?
(A) দিলীপ কুমার
(B) অমিতাভ বচ্চন
(C) রাজ কাপুর
(D) দেব আনন্দ
89. ‘মুদ্রারাক্ষস' নাটকটির রচয়িতা কে?
(A) শূদ্রক
(B) বিশাখদত্ত
(C) কলহন
(D) কালিদাস
90. দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে, এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হল?
(A) লাভ বা ক্ষতি কিছুই হয়নি।
(B) 4% লাভ হয়।
(C) 1% লাভ হয়।
(D) 4% ক্ষতি হয়।
91. সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো
_a_bea_dabba_bac_c_a
(A) adedba
(B) achdba
(C) acbdab
(D) acdbba
92. ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয়?
(A) Bullying
(B) Stalking
(C) E-bombing
(D) Phishing
93. কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি 'হেরিটেজ সাইট’ ঘোষণা করা হয়?
(A) 1999
(B) 1969
(C) 1989
(D) 1979
94. যদি ACID-এর সাংকেতিক লিপি IC3D, 1- 3 F-2 PAMPER-এর PIMP2R হয়, তবে BOMBAY-এর সাংকেতিক লিপি কী হবে?
(A) B4MBIY
(B) B5MB2Y
(C) B4MB2Y
(D) B3MB1Y
95. সাম্প্রতিক কালে ফোনে আড়িপাতার জন্য ‘পেগাসাস' নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে?
(A) ইজরায়েল
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ফ্রান্স
(D) কানাডা
96. 'Fire Ice' বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়?
(A) মিথেন হাইড্রেট
(B) প্রোপেন হাইড্রেট
(C) মিথিলিন হাইড্রেট
(D) ইথেন হাইড্রেট
97. একটি কাজ A এবং B যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর B5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি C 8 দিনে শেষ করে। তিনজন একত্রে করলে কাজটি কতদিনে শেষ হত?
(A) 5 দিন
(B) 8 দিন
(C) 3 দিন
(D) 7 দিন
98. 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী (Provisional) সরকার গঠন করেন?
(A) রেঙ্গুন
(B) বার্লিন
(C) ব্যাঙ্কক
(D) সিঙ্গাপুর
99. তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন?
(A) অজয় মুখার্জী
(B) সতীশ চন্দ্র সামস্ত
(C) বীরেন শাসমল
(D) সুশীল ধারা
100. 1215, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) 300
(B) 150
(C) 600
(D) 200
0 Comments