মেল্ডেলিফের পর্যায় সূত্র ও উপশ্রেণী Mendeleefs Periodic Law


মেল্ডেলিফের পর্যায় সুত্রটি বিবৃত করো।

✍️ মেডেলিফের পর্যায় সূত্র (Mendeleef's Periodic Law): 

🔸বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।


✍️ পর্যায় ও শ্রেণি বলতে কী বোঝায়? মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক ভাষ্যরূপে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে? 

✍️ পর্যায় (Period): 

🔸পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পরিয়ড বলে। 

আধুনিক পর্যায় সারণিতে মোট সাতটি পর্যায় আছে। প্রতিটি পর্যায়ের মৌলগুলির ধর্ম ভিন্ন। পর্যায়গুলিকে যথাক্রমে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়।

✍️ শ্রেণি (Group): 

🔸পর্যায় সারণির উল্লম্ব সারিগুলিকে শ্রেণি বা গ্রুপ বলে। আধুনিক পর্যায় সারণিতে নয়টি শ্রেণি আছে। পর্যায় সারণির 9টি শ্রেণির মধ্যে প্রথম 8টি শ্রেণিকে রোমান হরফের সংখ্যা I,II, III, IV,V, VI,VII এবং VIII দিয়ে চিহ্নিত করা হয়। নবম শ্রেণিকে '0' শ্রেণি বলে।

পর্যায় সারণির আধুনিক ভাষ্যরূপে সাতটি পর্যায় ও নয়টি শ্রেণি আছে।


✍️ উপশ্রেণি বলতে কী বোঝায়?

🔸পর্যায় সারণির শ্রেণিগত মৌলের সজ্জা পর্যালোচনা করলে দেখা যায় যে, ধর্মের মধ্যে সাদৃশ্য না থাকা সত্ত্বেও বেশ কয়েকটি মৌল একই শ্রেণিতে স্থান পেয়েছে। এই অসুবিধা দূর করার জন্য I থেকে VII শ্রেণির প্রত্যেকটিকে দুটি অংশে অর্থাৎ A এবং B-তে ভাগ করা হয়েছে। এদের উপশ্রেণি (Sub-group) বলে

কোনো শ্রেণির বামদিকের মৌলগুলিকে উপশ্রেণি A এবং ডানদিকের মৌলগুলিকে উপশ্রেণি B-এর অন্তর্ভূক্ত করা হয়েছে। 

কোনো শ্রেণির একই উপশ্রেণির মৌলগুলির ধর্মের মধ্যে সাদৃশ্য থাকে। VIII শ্রেণি  ও '0' শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।

Post a Comment

0 Comments