Weekly current affairs -1st January to 7 January 2022 - Karmadishari
byKARMADISHARI
Weekly current affairs -1st January to 7 January.
✒️ National Youth Festival অনুষ্ঠিত হবে পন্ডিচেরিতে, (ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প (NIC) দ্বারা আয়োজিত হবে অনুষ্ঠান)।
✒️ডিসেম্বর মাসে ভারতে সর্বোচ্চ মাসিক রপ্তানি রেকর্ড করলো, (মোট রপ্তানি করেছে $37 বিলিয়ন)।
✒️JC চৌধুরী 2022 সালের প্রথম Numerology এ প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করলেন, (মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে সংখ্যাতত্ত্বের উৎসাহী প্রায় 6000 অংশগ্রহণকারীদের প্রাচীন বিজ্ঞান সম্পর্কে শিক্ষিত করেছেন)।
✒️দু'দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স' অনুষ্ঠিত হলো গুজরাটে, (গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্ৰ প্যাটেল)।
✒️ UN counter-terrorism কমিটির প্রতিনিধিত্ব করলেন TS Tirumurti.
✒️ ইন্টারন্যাশনাল সোলার এলাইন্স এর 101 ও 102 তম মেম্বার দেশ হলো Antigua ও Barbuda, (ISA তৈরি হয়েছিল ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে 2015 সালে, ISA হেডকোয়ার্টার – গুরগাঁও)।
✒️ G7 সামিটের প্রতিনিধিত্ব করবে জার্মানি, (G7 - US, Canada, Japan, France, the UK, Italy and Germany)
✒️ জল শক্তি মিনিস্ট্রির চার্জ অফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন ভিনি মহাজন, (মিনিস্টার – গজেন্দ্র সিং শেখাওয়াত)
✒️ বারাণসীতে ‘বনস ডেইরি কাশী সংকুলের’ ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী, (প্রতিদিন 5 লক্ষ লিটার দুধ উৎপাদন হবে, প্রজেক্ট এর মোট খরচ 475 কোটি টাকা)।
✒️ 'Most Innovative Best Practice' 2021 অ্যাওয়ার্ড জিতল HDFC ব্যাঙ্ক।
✒️ World Day of War Orphans পালন করা হয় 6 জানুয়ারি, (এই দিবস শুরু করেছিল ফরাসি সংস্থা SOS Enfants en Detresses)।
✒️ ভারতীয় নৌবাহিনীর 1971 সালের ভারত-পাক যুদ্ধের অভিজ্ঞ ভাইস অ্যাডমিরাল S H Sarma 100 বছর বয়সে মারা গেলেন, (তিনি 1971 সালের যুদ্ধের সময় ইস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ছিলেন)।
✒️ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন G Asok Kumar,
(ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ‘সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট' 1860-এর অধীনে 12ই আগস্ট 2011-এ একটি সমিতি হিসাবে নিবন্ধিত হয়েছিল)।
✒️ US-India Business Council হিসেবে নিযুক্ত হলেন Atul Keshap।
✒️ Google $500 মিলিয়নে ইসরায়েলি ইবারসিকিউরিটি স্টার্টআপ ‘Siemplify’ কে অধিগ্রহণ করলো, (গুগল সিইও – সুন্দর পিচাই, গুগল প্রতিষ্ঠিত – 4 সেপ্টেম্বর 1998)।
✒️ ‘International Yoga Academy' তৈরি হতে চলেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে, (ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল)।
✒️ মহারাষ্ট্রের সমাজকর্মী সিন্ধুতাই সাপকাল মারা গেলেন, (তিনি Mother of Orphans নামে পরিচিত)।
✒️ ভারতের প্রথম কাগজবিহীন আদালত কেরালা হাইকোর্ট, (কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি s. Manikumar)।
✒️ দেশের প্রথম এলপিজি সক্ষম এবং ধূমপান মুক্ত রাজ্য হয়ে উঠলো হিমাচল প্রদেশ, (হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র আলেকার, মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর)।
✒️ আর্টিফিশিয়াল সূর্য তৈরি করল চীন, (17 মিনিটে তাপমাত্রা উৎপন্ন করে বিশ্ব রেকর্ড করলো)।
✒️ বাল্যবিবাহ মুক্ত জেলা হলো ওড়িশার গঞ্জাম জেলা, (ওড়িশার রাজধানী - ভুবনেশ্বর, রাজ্যপাল - গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক)।
✒️ RBI এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে চলেছেন Ajay Kumar ও Deepak Kumar, ( RBI স্থাপনকাল 1935, গভর্নর - শক্তিকান্ত দাস)।
✒️ Losar Festival অনুষ্ঠিত হলো লাদাখে, (লাদাখের বিখ্যাত উৎসব Phyang Tsedup উৎসব, দসমোচে উৎসব, হেমিস উৎসব)।
✒️দেশের মধ্যে প্রথম Auto ETF লঞ্চ করল Nippon India মিউচুয়াল ফান্ড, (নিপ্পন অটো ইটিএফ 5 জানুয়ারী, 2022 থেকে 14 জানুয়ারী, 2022 পর্যন্ত কাজ শুরু করবে)।
✒️ রামনাথ গোয়েঙ্কা পুরস্কার (ফটো সাংবাদিকতা বিভাগ) পেলেন Zishaan A Latif।
✒️ অ্যাপল বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন মার্কেট-ক্যাপ অর্জন করলো, (অ্যাপল সিইও – টিম কুক, প্রতিষ্ঠিত - 1 এপ্রিল 1976, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া)।
✒️ ONGC এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন Alka Mittal, (ONGC সদর দপ্তর - বসন্ত কুঞ্জ, নিউ দিল্লি, প্রতিষ্ঠিত - 14 আগস্ট 1956 Oil and Natural Gas Corporation (ONGC)
✒️ NEAT 3.0 লঞ্চ করল শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, (National Educational Alliance for Technology (NEAT 3.0 )।
✒️ কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের জন্য নির্মিত ভারতের প্রথম বৈদ্যুতিক নৌকা তৈরি করল Kochi Metro Rail Limited,
✒️ ‘বিশ্ব ব্রেইল দিবস' পালন করা হয় 4 জানুয়ারি, (ব্রেইলের উদ্ভাবক লুই ব্রেইলের জন্মবার্ষিকী স্মরণ করে দিনটি পালন করা হয়)।
✒️ ‘মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি' তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশের মিরাটে, (ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, মোট খরচ 700 কোটি টাকা)।
✒️ ‘অনুশীলন মিলান 2022' অনুষ্ঠিত হতে চলেছে বিশাখাপত্তনমে, (46টি দেশের মেগা নৌ যুদ্ধের অনুশীলন, থিম camaraderie, cohesion and collaboration)।
✒️10 টি নতুন ‘Zircon' মিসাইলের সফল টেস্ট সম্পন্ন করল রাশিয়া, (মিসাইলের রেঞ্জ 1000 কিমি, রাজধানী - মস্কো, রাশিয়ার মুদ্রা - রুবেল, প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন)।
✒️ ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন' লঞ্চ করল তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, (ডিসপ্লে ফ্যাব স্থাপনের জন্য প্রকল্পের খরচের 50 শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে)।
✒️ Open defecation free (ODF) গ্রামে দেশের মধ্যে শীর্ষে তেলেঙ্গানা, (দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে কর্ণাটক)।
✒️ Covid-19 এর নতুন রূপ ‘IHU’ আবিষ্কৃত হলো ফ্রান্সে, (অপর নাম B.1.640.2, নতুন ভেরিয়েন্টটিকে ওমিক্রনের চেয়ে বেশি পরিবর্তিত স্ট্রেন বলা হচ্ছে)।
✒️ 46 তম GST কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে, (মিটিং-এর প্রতিনিধিত্ব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন)।
✒️ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, (তার ডাকনাম The Professor ) ।
✒️ ‘Vistara airline’ এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন Vinod Kannan, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন Leslie Thng)।
✒️ বিশ্বের দীর্ঘতম মেট্রো লাইন চালু হলো চীনের সাংহাইয়ে, (831 কিমি দীর্ঘ, বিশ্বের তৃতীয় দীর্ঘতম মেট্রোরেল রয়েছে দিল্লিতে)।
✒️ ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলো ফ্রান্স, (ফ্রান্সের রাজধানী প্যারিস, প্রেসিডেন্ট- ইমানুয়েল ম্যাক্রন, ইউরোপিয়ান ইউনিয়ন হেডকোয়ার্টার- ব্রাসেলস)।
✒️ তামিলনাড়ুর শিবগঙ্গা রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকী পালন করা হলো 3 জানুয়ারি, (1730 সালে জন্মগ্রহণ করেন, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার প্রচারণার জন্য প্রশংসিত হন)।
✒️‘কল্পনা চাওলা স্পেস সায়েন্স রিসার্চ সেন্টার তৈরি করা হল চণ্ডীগড়েে। (উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং)।
✒️ সুদানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন Abdalla Hamdok, (সুদানের রাজধানী – খাতৌম, মুদ্রা- সুদানিস পাউন্ড)।
✒️2021 সালে GST কালেকশনে দেশের মধ্যে শীর্ষে ওড়িশা, (গ্রোথ রেট 43 শতাংশ)।
✒️3 জানুয়ারি 2022 থেকে 15-18 বছর বয়সী সকলের কোভিড-19 ভ্যাকসিন চালু করল ভারত সরকার, (শুধুমাত্র COVAXIN দেওয়া হবে)।
✒️‘Numaish 2022’ ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদে, (উদ্বোধন করলেন তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন)।
✒️ইথিওপিয়ার Ejegayehu Taye ও Berihu Aregawi 3 কিমি ও 5 কিমি দৌড়ে বিশ্বরেকর্ড করলো, (সময় লেগেছে 8:19 সেকেন্ড ও 12:49 সেকেন্ড)।
✒️জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নিযুক্ত হলেন Baldev Prakash
✒️উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বীরাঙ্গনা লক্ষ্মীবাই' রেলওয়ে স্টেশন, (এর আগে মুঘলসরাই নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন ও ফৈজাবাদ নাম পরিবর্তন অযোধ্যা ক্যান্ট স্টেশন রাখা হয়েছে)।
✒️ জওহরলাল নেহেরু রোডের নাম পরিবর্তন করে রাখা হলো 'নরেন্দ্র মোদী মার্গ’ (সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ উদ্বোধন করলেন)।
✒️রেলওয়ে বোর্ডের সিইও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন VK Tripathi, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন সুনীত শৰ্মা)।
✒️ ধর্মেন্দ্ৰ প্ৰধান 100 দিনের পঠন প্রচারাভিযান এর জন্য ‘পড়ে ভারত’ চালু করলেন, (লক্ষ্য হল শিশু, শিক্ষক, পিতামাতাসহ জাতীয় ও রাজ্য স্তরের সকলের অংশগ্রহণ)।
✒️ বার্বাডোসের পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে এস. বালাচন্দ্রন, (রাজধানী – ব্রিজটাউন, মুদ্রা - বার্বাডোস ডলার)।
✒️ U-19 এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতল ভারত, (খেলাটি অনুষ্ঠিত হলো দুবাইয়ে)।
✒️ ভারতীয় কোস্টগার্ডের 24 তম চিফ হিসেবে নিযুক্ত হলেন VS Pathania, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন কৃষ্ণস্বামি নটরাজন)।
✒️ কোচি মেট্রো রেলের জন্য ভারতের প্রথম বৈদ্যুতিক জাহাজ করলো কোচিন শিপ্যার্ড লিমিটেড, (water matric ferry তে ব্যবহৃত হবে)।
✒️ উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন দূর্গা শংকর মিশ্রা, (মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল)।
✒️ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন নিউজিল্যান্ডের রস টেলর।
✒️ Global Family Day পালন করা হয় 1 জানুয়ারি।
✒️ DRDO এর 64 তম স্থাপন দিবস পালন করা হলো 1 জানুয়ারি, (DRDO স্থাপনকাল – 1958, চেয়ারম্যান জি সতীশ রেড্ডি)।
✒️ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেলেন ব্রাত্য বসু, (সাহিত্য একাডেমীর যুব পুরস্কার পেলেন গৌরব চক্রবর্তী, বাল সাহিত্য পুরস্কার পেলেন সুনির্মল চক্রবর্তী)।
✒️ শাস্ত্র সীমা বল (SSB) এর অতিরিক্ত চার্জ হিসেবে নিযুক্ত হলেন Sanjay Arora, (এটি তৈরি হয়েছে 1963 সালে)।
✒️ UN Conference on Disarmament এ ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হলেন অনুপম রায়, (এবং মেক্সিকোতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন)।
✒️ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর নতুন মেম্বার হলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে ও মিশর, (সদর দপ্তর সাংহাই, প্রেসিডেন্ট - মার্কোস প্রাডো ট্রয়জো)।
✒️ ভারতের জন্য ‘সিবির' নামে পারমাণবিক চালিত আইসব্রেকার তৈরি করল রাশিয়া (রাজধানী – মস্কো, রাশিয়ার মুদ্রা রুবেল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)।
✒️ 2022 সালের জানুয়ারিতে UNSC-এর কাউন্টার টেররিজম কমিটির সভাপতিত্ব করবে ভারত, (UNSC হেডকোয়ার্টার – নিউইয়র্ক)।
✒️ কোভিড-19 ভ্যাকসিন ‘Corbevax' এর অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, (ড্রাগস কন্ট্রোলার জেনারেল – ভি.জি সোমানি)।
0 Comments