What is respiration and where and when it occurs.
✒️ শ্বসন কাকে বলে ?
🔸 যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদের কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে অনুপস্থিতিতে সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড জল উৎপাদন করে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় মুক্ত হয় তাকে শ্বসন বলে ।
✒️ শ্বসন কোথায় ঘটে এবং কখন সংঘটিত হয় ?
>>> শ্বসন প্রতিটি সজীব কোষে হয়।
>>> প্রতিটি সজীব কোষে দিনরাত শ্বসন ঘটে।
✒️ জীবদেহের শ্বসনের প্রয়োজনীয়তা কি ?
>>> শ্বসনের ফলে সজীব কোষে শ্বসন বস্তু জারিত হয় এবং খাদ্যে অবস্থিত স্থিতি শক্তির গতিশক্তি রূপে মুক্তি ঘটে।
>>> শ্বসনের ফলে উৎপন্ন উচ্চশক্তিসম্পন্ন যৌগ ATP জীব দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
>>> শ্বসনে উৎপন্ন তাপশক্তি বিভিন্ন প্রাণীর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
0 Comments