Weekly current affairs -15 January to 21 January 2022 - Karmadishari
✒️ Arrow-3 মিসাইলের সফল টেস্ট সম্পন্ন করল ইসরাইল, (ইসরায়েলের রাজধানী - জেরুজালেম, ইসরায়েলের মুদ্রা শেকেল, প্রধানমন্ত্রী - নাফতালি বেনেট)।
✒️লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হতে চলেছেন, (ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে)।
✒️ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হলেন রবার্ট লেভান্ডোস্কি (বায়ার্ন মিউনিখ, পোল্যান্ড), (বর্ষসেরা মহিলা খেলোয়াড় হলেন আলেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা, স্পেন)।
✒️Infinity Bridge তৈরি হলো দুবাইয়ে, (নকশা গাণিতিক চিহ্ন
✒️AFC মহিলা ফুটবল এশিয়ান কাপ 2022 হোস্ট করবে ভারত, (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 2023 ফিফা মহিলা বিশ্বকাপ হবে)।
✒️ Indian Navy and Japan Maritime Self Defence Force (JMSDF) অনুশীলন হচ্ছে বঙ্গোপসাগরে, (ভারতের হয়ে অংশগ্রহণ করলো INS শিবালিক এবং INS কদমাট)
✒️IBSi Innovation Awards 2021 জিতলোAxis Bank ও CRMNEXT একত্রে, (অ্যাক্সিস ব্যাঙ্কের সদর দপ্তর – মুম্বাই, এমডি এবং সিইও - অমিতাভ চৌধুরী)।
✒️ প্রখ্যাত বাংলা থিয়েটার ব্যক্তিত্ব সাওলি মিত্র মারা গেলেন, (যিনি 2003 সালে সঙ্গীত নাটক আকাদেমি, 2009 সালে পদ্মশ্রী এবং 2012 সালে বঙ্গ বিভূষণের প্রাপক ছিলেন)।
✒️ Bose: The Untold Story of An Inconvenient Nationalist নামে বইটি লিখলেন চন্দ্রচূড় ঘোষ।
✒️ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন Roberta Metsola, (ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদর দপ্তর স্ট্রাসবার্গ, ফ্রান্স, প্রতিষ্ঠিত হয় - 10 সেপ্টেম্বর 1952 ) |
✒️ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা 2022 মরশুমের পর অবসর নেবেন, (তিনি 6 বার গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন (মহিলা ডাবলস 3, মিক্সড ডাবলস 3 ) ।
✒️Air India Ltd. এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বিক্রম দেব দত্ত, (স্থাপনকাল 1932, হেডকোয়ার্টার – নিউ দিল্লি)। -
✒️ পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে ICC পুরুষদের T20I 2021 দলের সেরা অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে, (মহিলাদের মধ্যে ইংল্যান্ডের Nat Sciver)।
✒️IFFCO এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন দিলীপ সন্ধানী, (Indian Farmers Fertiliser Cooperative (হেডকোয়ার্টার - নিউ দিল্লি)।
✒️ অক্সফোর্ড ইউনিভার্সিটি Children's Word of the Year 2021 হলো ‘Anxiety'।
✒️ Prestigious Genesis Prize 2022 জিতলেন বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল জায়ান্ট Pfizer Inc. এর চেয়ারম্যান আলবার্ট বোরলা, (পুরস্কারটি $1 মিলিয়ন ডলার)।
✒️ ভিডিও গেমিং কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে অধিগ্রহণ করতে চলেছে মাইক্রোসফট, (মাইক্রোসফট সিইও - সত্য নাদেলা, সদর দপ্তর রেডমন্ড, ওয়াশিংটন)। -
✒️ Universal Acceptance Steering Group (UASG) এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিজয় শেখর শর্মা, (পেটিএম এর প্রতিষ্ঠাতা)।
✒️Ind-Ra Projects অনুযায়ী 2023 সালে ভারতের জিডিপি গ্রোথ হতে চলেছে 7.6%, (Ind-Ra is a wholly owned subsidiary of the Fitch Group)।
✒️ বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ, স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে 112 বছর বয়সে মারা গেলেন, (তিনি স্পেনের বাসিন্দা)।
✒️‘যোগ্যতা’ নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল কমন সার্ভিস সেন্টার (CSC), (গ্রামীণ যুবকদের দক্ষতা ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হবে)।
✒️‘Kissa khaki ka’ পডকাস্ট লঞ্চ করল দিল্লি পুলিশ, (দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা)।
✒️Sydney Tennis Classic জিতলেন রাশিয়ার Aslan Karatsev, (ফাইনালে হারিয়েছেন Andy Murray কে)।
✒️ Best National Costume অ্যাওয়ার্ড জিতলেন ভারতের Navdeep Kaur (এটি অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসে)।
✒️ International Folk Art Festival সোনা জিতলেন Sumit Bhale (এটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে)।
✒️WEF's Davos Agenda 2022 Summit ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে 17-21 জানুয়ারি, (ভারতের প্রতিনিধিত্ব করলেন নরেন্দ্র মোদি, থিম The State of the World)।
✒️‘Inequality Kills’ নামে রিপোর্ট রিলিজ করলো Oxfam, (রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয় পরিবারের 84% কোভিড-19 মহামারীর মধ্যে আয় হ্রাস পেয়েছে)।
✒️National Startup Awards 2021 এ দেশের মধ্যে শীর্ষে কর্ণাটক, (কর্ণাটক সর্বোচ্চ সংখ্যক পুরষ্কার জিতেছে, 46টি জাতীয় স্টার্টআপ পুরস্কারের মধ্যে 14টি)।
✒️কোভিড-19 টিকাদানের উপর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করলো ভারত সরকার।
✒️ 9ম মহিলা জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ-2022 অনুষ্ঠিত হচ্ছে হিমাচল প্রদেশের স্পিতি জেলায়, (মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন)।
✒️ 17 তম National Disaster Response Force (NDRF) দিবস পালন করা হলো 19 জানুয়ারি, (এনডিআরএফ-এর ডিরেক্টর অতুল কারওয়াল)।
✒️ ‘স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার' লঞ্চ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, (এ বছর জাতীয় পর্যায়ে মোট 40 টি স্কুলকে সামগ্রিক বিভাগের অধীনে নির্বাচন করা হয়েছে)।
✒️ দক্ষিণ আফ্রিকা প্রথম ‘মেড ইন আফ্রিকা’ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো, (নাম - Maritime Domain Awareness Satellite (MDASat), লঞ্চ করেছে স্পেস এক্স)।
✒️ Apparel Export Promotion Council, AEPC এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নরেন্দ্র কুমার গোয়েঙ্কা, (AEPC সদর দপ্তর - গুরগাঁও)।
✒️26 তম CISO Deep Dive Training program অর্গানাইজ করল Meity, এটি ডেটা প্রাইভেসি, (নেটওয়ার্ক সিকিউরিটি, এন্ড পয়েন্ট সিকিউরিটি, অ্যাপ্লিকেশন এবং ডেটা সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি এর মত বিষয়গুলিকে কভার করবে)।
✒️ Madhavbaug's Power MAP মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন নীতিন গড়করি, (ভারতের প্রথম ইন্টেলিজেন্ট দীর্ঘস্থায়ী রোগ রোগীদের অভ্যাস ট্র্যাকিং সিস্টেম)।
✒️ তেলেঙ্গানা সরকার ফর্মুলা ই-এর সাথে একটি লেটার অফ ইনটেন্ট (LOI) স্বাক্ষর করলো, (হায়দ্রাবাদে ABB FIA ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে)।
✒️‘Open Data Week' প্রোগ্রাম লঞ্চ করল Ministry of Housing and Urban Affairs (MoHUA), (এটি চলবে 17 থেকে 21 জানুয়ারি অবদি)।
✒️'Paryaya mahotsava' অনুষ্ঠিত হলো কর্নাটকের উদুপিতে। 10) বিখ্যাত কত্থক গুরু পন্ডিত বিরজু মহারাজ মারা গেলেন, (তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন 1986 সালে)
✒️আরব সাগরে PASSEX নামের নৌসেনা অনুশীলন হলো ভারত এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে, (ভারতের হয়ে অংশগ্রহণ করলো INS Kochi যুদ্ধজাহাজ)।
✒️ 16 তম India Digital Summit ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হল উদ্বোধন করলেন পীযূষ গোয়েল, (থিম Supercharging Startups)।
✒️ কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ মারা গেলেন, (তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন)।
✒️ Super 500 title জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, (ফাইনালে হারিয়েছেন সিঙ্গাপুরের Loh Kean Yew কে)।
✒️ ব্যাডমিন্টন অনূর্ধ্ব-১৯ গার্লস সিঙ্গলে বিশ্বের এক নম্বর হলেন ভারতের তাসনিম মীর, (ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কুয়ালালামপুর)।
✒️বিশ্বের বৃহত্তম খাদি জাতীয় পতাকা ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর জয়সলমীরে লংগওয়ালায় প্রদর্শিত হলো, (জাতীয় পতাকাটি 225 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া। এটির ওজন প্রায় 1400 কেজি)।
✒️ ভারতীয় মহিলা দলের অধিনায়ক হলেন গোলরক্ষক সবিতা পুনিয়া, (আসন্ন মহিলাদের এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবে)।
✒️ রক্ষা পেনশন শিক্ষায়ত নিবারণ পোর্টাল লঞ্চ করলেন রাজনাথ সিং, (প্রাক্তন সৈনিক (ESM) এবং তাদের নির্ভরশীলদের পেনশন-সম্পর্কিত অভিযোগের সমাধানের জন্য)।
✒️ Mrs World 2022 হলেন 37 বছর বয়সি আমেরিকান Shaylyn Ford
✒️ ভারতের প্রথম স্যানিটারি ন্যাপকিন মুক্ত গ্রাম হলো কেরালার কুম্বলাংহি, (কেরালার রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন)।
✒️এখন থেকে National startup Day পালন করা হবে 16 জানুয়ারি (ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।
✒️$374,9 মিলিয়ন ডলারের ভারত থেকে ব্রহ্মোস ক্রুজ মিসাইল কিনতে চলেছে ফিলিপাইন, (ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, মুদ্রা ফিলিপাইন পেসো)।
✒️ বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটিয়ে উঠতে ভারত শ্রীলঙ্কাকে 900 মিলিয়ন ডলার লোন দিতে চলেছে, (শ্রীলঙ্কার রাজধানী – শ্রী জয়াবর্ধনেপুরা কোত্তে, মুদ্রা - শ্রীলঙ্কা রুপি)।
✒️ ভারতের সবচেয়ে পছন্দের UPI সুবিধাভোগী ব্যাঙ্ক হয়ে উঠলো Paytm Payments Bank, (Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের চেয়ারম্যান – বিজয় শেখর শর্মা)।
✒️North East on Wheels Expedition হল নিউ দিল্লিতে, (উদ্বোধন করলেন Meenakashi Lekhi
✒️দীর্ঘ সাত বছর পর টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি, (2014 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি প্রথম জাতীয় দলের নেতৃত্ব দেন)।
✒️ শীঘ্রই ই-পাসপোর্ট শুরু করতে চলেছে ভারত, (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) এবং বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে)।
✒️ ‘Jallikattu’ উৎসব অনুষ্ঠিত হলো তামিলনাড়ুতে, (এই খেলায় একজন ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করা হয় যদি সে একটি নির্দিষ্ট সময়ের জন্য ষাঁড়ের কুঁজে ঝুলে থাকে)।
✒️গ্লোবাল উইমেনস হেলথ টেক অ্যাওয়ার্ডস পেল NIRAMAI ও InnAccel একত্রে । 10) আসাম রাইফেল এর IG হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল বিকাশ লেখারা, (আসাম রাইফেল প্রতিষ্ঠিত হয় 1835 সালে)।
✒️ Indian Army Day পালন করা হয় 15 জানুয়ারি (28তম সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে)।
✒️ গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ডস 2021 এ শীর্ষে HDFC, (HDFC ব্যাঙ্কের সদর দফতর মুম্বাই, সিইও - শশীধর জগদীশান)। -
✒️ Indian Council of Historical Research (ICHR) এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন Raghuvendra Tanwar, (হেডকোয়ার্টার - নিউ দিল্লি, স্থাপনকাল –1972)
✒️ ডেল্টাক্রন নামে নতুন কোভিড-19 ভেরিয়েন্ট দেখা গেল সাইপ্রাসে, (সাইপ্রাসের রাজধানী – নিকোসিয়া, মুদ্রা – ইউরো)।
✒️ গগনযান রকেটের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করলো ISRO, (চেয়ারম্যান এস সোমনাথ, সদর দপ্তর বেঙ্গালুরু, প্রতিষ্ঠিত – 15 আগস্ট 1969)।
✒️United Nations World Economic Situation and Prospects (WESP) রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ হতে চলেছে 6.5%, (2023-6.1%)।
✒️ 122 কোটি টাকায় MSME Technology Centre তৈরি হল পন্ডিচেরিতে, (উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।
✒️India State of Forest Report ( ISFR) 2021 অনুযায়ী ভারতে বন বৃদ্ধি পেয়েছে 2,261 sq km, (প্রথম স্থানে মিজোরাম, দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশ)।
✒️ 18 তম কাচাই লেমন উৎসব অনুষ্ঠিত হলো মণিপুরে (মণিপুরের মুখ্যমন্ত্রী – এন. বীরেন সিং, গভর্নর - লা গণেশন)।
✒️Armed Forces Veterans Day পালন করা হয় 14 জানুয়ারি।
0 Comments