Ads Area

17th March Bengali Current Affairs 2022 - Karmadishari / 17 ই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

 




17th March Bengali Current Affairs


💠পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভগবন্ত মান, (আম আদমি পার্টি 117 সদস্যের পাঞ্জাব অ্যাসেম্বলিতে 92টি আসন জিতেছে)।


💠Air India এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখরন, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন ilker Ayci)।


💠Oil India Limited (OIL) এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন Ranjit Rath, (অয়েল ইন্ডিয়া লিমিটেড সদর দপ্তর – নয়ডা, প্রতিষ্ঠিত - 18 ফেব্রুয়ারি 1959)।


💠 Modi@20: Dreams Meet Delivery নামে বইটি প্রকাশ করতে চলেছে  ভারতীয় জনতা পার্টি।


💠ভারতের প্রথম World Peace Center প্রতিষ্ঠিত হবে গুরুগ্রামে, (শান্তির দূত, বিশিষ্ট জৈনাচার্য ডঃ লোকেশজি)।


💠 'Monsoon' নামে কবিতা প্রকাশিত করলো সাহিত্য একাডেমি (কবিতাটি লিখেছেন Abhay Kumar)।


💠মহানদী কোলফিল্ডস লিমিটেড এখন ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান, (157 মিলিয়ন টন কয়লা উৎপাদন হয়েছে)


💠দেশের প্রথম AI & Robotics Technology Park (ARTPARK) চালু হলো বেঙ্গালুরুতে, (মোট খরচ 230 কোটি টাকা)।


💠মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে কেরালা, (যেখানে রাজ্যটি দেশের সর্বনিম্ন মাতৃমৃত্যুর অনুপাত রেকর্ড করেছে)।



💠অস্কার ২২: ভারতের সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত ভারতের ‘Writing with Fire', (ডিরেক্টর Rintu Thomas and Sushmit Ghosh) 


16th March Bengali current affairs

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

multiplex ads