21th March Bengali current affairs
📑আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় 21 মাৰ্চ, (এই বছরের থিম Forests and sustainable production and consumption)।
📑International Day for the Elimination of Racial Discrimination করা হয় 21 মার্চ, (এই বছরের থিম VOICES FOR ACTION AGAINST RACISM)।
📑রাজেশ গোপীনাথন পাঁচ বছরের জন্য TCS এর সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হলেন, (টাটা কনসালটেন্সি সার্ভিসেস সদর দপ্তর মুম্বাই)।
📑 মালদ্বীপ সরকার ‘স্পোর্টস আইকন' পুরস্কারে ভূষিত সুরেশ রায়নাকে, (মালদ্বীপের রাজধানী মালে, মুদ্রা রুফিয়া)।
📑'Cold Response 2022' সেনা অনুশীলন অনুষ্ঠিত হলো নরওয়েতে, (অংশগ্রহণকারী দেশ - NATO, NATO চিফ জেনস স্টলটেনবার্গ)।
📑অষ্টম বার এশিয়ান বিলিয়ার্ডস খেতাব জিতলেন পঙ্কজ আডবানি, (খেলাটি কাতারের দোহাতে অনুষ্ঠিত হয়েছিল)।
📑ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 ভারতের স্থান 136 তম, (প্রথম স্থানে ফিনল্যান্ড ও দ্বিতীয় স্থানে ডেনমার্ক)।
📑 ড্রোন-ভিত্তিক খনিজ অনুসন্ধানের জন্য NMDC আইআইটি খড়গপুরের সাথে মউ স্বাক্ষর করলো, (The National Mining and Development Corporation (NMDC)।
📑 World Oral Health Day পালন করা হয় 20 মার্চ, (এই বছরের থিম Be Proud of Your Mouth)।
📑 F1 বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2022 জিতলেন চার্লস লেক্লার, (কার্লোস সেনজ জুনিয়র দ্বিতীয় হয়েছেন)।