দু টুকরো বরফকে জোরে চেপে ধরে ছেড়ে দিলে জোড়া লেগে যায় কেন?
বরফের গলনাঙ্কের উপর চাপের প্রস্তাব:
দু টুকরো বরফকে একসঙ্গে কিছুক্ষণ জোরে চেপে রাখলে তাদের সংযোগস্থলের বরফের গলনাঙ্ক 0°C-এর নীচে নেমে যায়।
কিন্তু বরফের উষ্ণতা 0°C, তাই ওই উষ্ণতাতেই সংযোগস্থলের বরফ গলে জলে পরিণত হয়। এই গলনের জন্য প্রয়োজনীয় লীন তাপ বরফ থেকে সরবরাহ হয়, ফলে সংযোগস্থলের চারপাশের বরফ ও বরফগলা জলের উষ্ণতা 0°C-এর নীচে নেমে যায়।
চাপ তুলে নিলে সংযোগস্থলের গলনাঙ্ক বেড়ে 0°C হয়। ফলে সংযোগস্থলের বরফগলা জল আবার জমে বরফে পরিণত হয়। যে কারণে বরফের টুকরো দুটো জোড়া লেগে যায়। এই ঘটনাকে পুনঃশিলীভবন বলে।