22 APRIL BENGALI CURRENT AFFAIRS
📑World Earth Day পালন করা হয় 22 এপ্রিল, (এই বছরের থিম Invest in our planet)।
📑ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট চালু হলো আসামে, (এটি চালু করেছে Oil India Limited (OIL)
📑স্করপিন-শ্রেণীর সাবমেরিন ‘ভ্যাগশির’ উদ্বোধন করলো মাজাগন ডক লিমিটেড, (এটি ষষ্ঠ এবং শেষ সাবমেরিন)।
📑P & G India এর সিইও হিসেবে নিযুক্ত হলেন LV Vaidyanathan |
📑জনগণকে অভিযোগ জানাতে সাহায্য করার জন্য 'জন নিগ্রানি' অ্যাপ চালু করলো জম্মু-কাশ্মীর, (J&K লেফটেন্যান্ট গভর্নর - মনোজ সিনহা)।
📑Digit Insurance এর এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন জসলিন কোহলি, (ডিজিট ইন্স্যুরেন্স চেয়ারম্যান - কামেশ গোয়াল)।
📑কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন শান্তি শেঠি।
📑খরিফ শস্য প্রচারাভিযানের জন্য কৃষি বিষয়ে একটি দেশব্যাপী 2022 Kharif campaign উদ্বোধন করলেন নরেন্দ্র সিং তোমর, (অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে)।
📑মিলিটারি অপারেশনের পরবর্তী ডিজি হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার, (ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে)।
📑World Creativity and Innovation Day পালন করা হয়েছে 21 এপ্রিল, (এই বছরের থিম Collaboration)।