📑 মার্কসবাদীদের দৃষ্টিতে রাজনীতি
🔸সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করার প্রাথমিক নীতিগুলিকে মার্কসবাদ-লেনিনবাদের মধ্যে বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। তবে বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক সমাজতত্ত্ববিদ কিংবা রাষ্ট্র-দার্শনিকরা যে-দৃষ্টিভঙ্গিতে রাজনীতিকে বিচারবিশ্লেষণ করেন, মার্কসবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পর্যালোচনা করেছেন। মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হল এমন একটি শ্রেণিগত ধারণা, যা ক্ষমতাকে কার্যকর করার কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। রাজনীতি গঠনের পেছনে অর্থনৈতিক উপাদানের চরম প্রভাব থাকায় লেনিন (Lenin) রাজনীতিকে ‘অর্থনীতির ঘনীভূত প্রকাশ' (concentrated expression of economics) বলে বর্ণনা করেছেন।
🔸তাঁর মতে, 'রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ’ হওয়ায় প্রচলিত সমাজব্যবস্থাকে সমর্থন ও সংরক্ষণের মাধ্যমে রাজনীতি অর্থনীতির সেবা করে। এখানেই রাজনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত ক্ষেত্রে। বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানী প্রমুখের সঙ্গে মার্কসবাদীদের পার্থক্য। মার্কসবাদীদের বিপরীত মেরুতে দাঁড়িয়ে বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক সমাজতত্ত্ববিদেরা রাজনীতিকে অর্থনীতি থেকে বিচ্ছিন্ন জীবনের একটি অংশ হিসেবে কিংবা অর্থনীতির দ্বারা প্রভাবিত নয় বলে মনে করেন।