23 APRIL BENGALI CURRENT AFFAIRS
📑World book day পালন করা হয় 23 এপ্রিল, (এই বছরের থিম You are a reader)।
📑Fincluvation ইনিশিয়েটিভ লঞ্চ করল India Post Payments Bank ( IPPB), (স্টার্ট-আপগুলির সাথে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের জন্য ফিনক্লুভেশন হবে IPPB-এর একটি স্থায়ী প্ল্যাটফর্ম)।
📑Science, Technology and Innovation Advisory Council এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন- অজয় কুমার সুদ।
📑গুজরাটের দাহোদে 22,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (রাজধানী - গান্ধীনগর, রাজ্যপাল- আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী - ভূপেন্দ্র প্যাটেল)।
📑অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড, (তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে আইপিএল খেলেন)।
📑দিল্লির নতুন মুখ্য সচিব নিযুক্ত হলেন নরেশ কুমার, (এর আগে তিনি অরুণাচল প্রদেশের মুখ্য সচিব ছিলেন)।
📑প্যাট্রিক আচি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন, (আইভরি কোস্টের রাজধানী- ইয়ামুসউক্রো, মুদ্রা- পশ্চিম আফ্রিকান CEFA ফ্রাঙ্ক)
📑Role of Labour in India's Development নামে বইটি প্রকাশ করলেন শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
📑বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক থ্রি-হুইলার তৈরির কারখানা স্থাপন করা হবে তেলেঙ্গানায়, (তেলেঙ্গানার রাজ্যপাল- তামিলিসাই সুন্দররাজন)।
📑 নীতি আয়োগের Preparedness Index 2021 এ শীর্ষে গুজরাট, (দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র তৃতীয় স্থানে কর্ণাটক)।