Ads Area

25th April Bengali current affairs / 25 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari




25 April Bengali current affairs


📑বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়, 25 April (এই বছরের থিম Harness innovation to reduce the malaria disease burden and save lives)


📑Five Cricketers of the Year এর তালিকায় স্থান পেয়েছেন রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরা, (বাকিরা হলেন অলি রবিনসন, ডেন ভ্যান নিকেক ডেভন কনওয়ে)।


📑International Delegate's Day পালন করা হয় 25 এপ্রিল।


📑নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার পদত্যাগ (সিইও – শ্রী অমিতাভ কান্ত)।


📑 ভারতের প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম সহ একটি বাস পরিষেবা চালু করেছে মহারাষ্ট্র, (উদ্বোধন করলেন মহারাষ্ট্র রাজ্যের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে)।


📑International Day of Multilateralism and Diplomacy for Peace Pai হয় 24 এপ্রিল।


📑গৌতম আদানি ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম ধনী হয়েছেন, (ফোর্বসের মতে, বাফেটের 121.7 বিলিয়ন ডলারের তুলনায় তার মোট সম্পদ $123.7 বিলিয়নে পৌঁছেছে)।


📑ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট চালু হলো আসামে, (এটি চালু করেছে Oil India Limited (OIL)


📑লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে মনোনীত হলেন, (এই পদে নিযুক্ত ছিলেন মনোজ মুকুন্দ নারাভানে)।


📑 2026 কমনওয়েলথ গেমস আয়োজন করবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, (বার্মিংহাম, ইংল্যান্ড 2022 কমনওয়েলথ গেমস আয়োজন করবে)।

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad