Ads Area

পিটের ভারত শাসন আইন (১৭৮৪ খ্রীঃ) Pitt's Law of India - Karmadishari


পিটের ভারত আইন (১৭৮৪ খ্রীঃ)


রেগুলেটিং অ্যাক্ট চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এই আইনের দোষত্রুটি গুলি স্পষ্ট হয়ে ওঠে। 

এই আইনের ফলে যেমন কোম্পানীর উপর সরকারি নিয়ন্ত্রণ কার্যকরী হয়নি, তেমনি কোম্পানীর কর্মচারীদের উপর ডিরেক্টরদের প্রাধান্যও প্রতিষ্ঠিত হয়নি। বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের উপর বাংলার কর্তৃত্ব স্থাপিত হয়নি।


১৭৮৪ সালে পিট তার বিখ্যাত আইন জারী করে। পিটের ভারত আইনে কোম্পানীর উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই আইন অনুসারে 'বোর্ড অব কন্ট্রোল' নামে একটি সভা গঠিত হয়। 

কোর্ট অব ডিরেক্টরস-এর কাজকর্ম পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব বোর্ড অব কন্ট্রোলের হাতে ন্যাস্ত করা হয়।


পিটের ভারত শাসন আইনে যে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছিল, ১৮৫৮ সালের আগে পর্যন্ত  মোটামুটি ভাবে অক্ষুন্ন ছিল।


পিটের ভারত শাসন আইনের সবচেয়ে বড়ো ত্রুটি হল বোর্ড অফ কন্ট্রোল ও কোর্ট অব ডিরেক্টরস এর মধ্যে ক্ষমতা বিভাজন। ফলে দ্বৈত শাসনের উদ্ভব হয় ও প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad