📑 রেগুলেটিং অ্যাক্ট
১৭৭২ সালে কোম্পানীর কার্যকলাপে হস্তক্ষেপ করার যে তোড়জোড় চলছিল, তারই পরিণতি ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট।
এই আইনে তিনটি সমস্যার নিষ্পত্তির চেষ্টা করা হয়।
🔸 কোম্পানীর অংশীদার ও পরিচালকদের সম্বন্ধ নিরূপণ
🔸কোম্পানীর উপর ইংল্যান্ড পার্লামেন্ট ও মন্ত্রীসভার ক্ষমতা ও প্রাধান্য প্রতিষ্ঠান।
🔸বোম্বাই ও মাদ্রাজ কুঠির সঙ্গে বাংলার সম্পর্ক নিরূপণ।
বোম্বাই ও মাদ্রাজ কুঠির উপর বাংলার প্রাধান্য স্বীকৃত হয়। বাংলাদেশের গভর্নরকে 'গভর্নর জেনারেল' উপাধিতে ভূষিত করা হয়। শাসনকার্যে তাকে সাহায্য করার জন্য ৪ সদস্যের এক কাউন্সিল নিযুক্ত করা হয়।
কাউন্সিলের প্রথম চারজন সদস্য ছিলেন ক্লাভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রদিস।
কলকাতায় একটি সুপ্রীম কোর্ট খোলা হয়। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাছাড়া আরও তিনজন সাধারণ বিচারপতিও ছিলেন।
কোম্পানীর ইতিহাসে রেগুলেটিং অ্যাক্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।