Ads Area

রেগুলেটিং অ্যাক্ট কবে চালু করা হয় / When was the Regulating Act introduced - Karmadishari


📑 রেগুলেটিং অ্যাক্ট


১৭৭২ সালে কোম্পানীর কার্যকলাপে হস্তক্ষেপ করার যে তোড়জোড় চলছিল, তারই পরিণতি ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট। 

এই আইনে তিনটি সমস্যার নিষ্পত্তির চেষ্টা করা হয়।

🔸 কোম্পানীর অংশীদার ও পরিচালকদের সম্বন্ধ নিরূপণ

🔸কোম্পানীর উপর ইংল্যান্ড পার্লামেন্ট ও মন্ত্রীসভার ক্ষমতা ও প্রাধান্য প্রতিষ্ঠান।

🔸বোম্বাই ও মাদ্রাজ কুঠির সঙ্গে বাংলার সম্পর্ক নিরূপণ।

বোম্বাই ও মাদ্রাজ কুঠির উপর বাংলার প্রাধান্য স্বীকৃত হয়। বাংলাদেশের গভর্নরকে 'গভর্নর জেনারেল' উপাধিতে ভূষিত করা হয়। শাসনকার্যে তাকে সাহায্য করার জন্য ৪ সদস্যের এক কাউন্সিল নিযুক্ত করা হয়।


কাউন্সিলের প্রথম চারজন সদস্য ছিলেন ক্লাভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রদিস। 

কলকাতায় একটি সুপ্রীম কোর্ট খোলা হয়। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাছাড়া আরও তিনজন সাধারণ বিচারপতিও ছিলেন।

কোম্পানীর ইতিহাসে রেগুলেটিং অ্যাক্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad