🖋️কর্মদিশারী 📚
🔸নমস্কার বন্ধুরা,
🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।
1. এস আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক?
ⓐ মেগা মিটার
ⓑ মিটার
ⓒ মিলিমিটার
ⓓ লিটার
2. সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি?
ⓐ লিটার
ⓑ গ্যালন
ⓒ ঘন সেমি
ⓓ ফুট
3. সাধারণ তুলা দিয়ে বস্তুর মাপা হয়?
ⓐ ওজন
ⓑ ভর
ⓒ আয়তন
ⓓ কোনটি নয়
4. এক আমস্ট্রং = কত ?
ⓐ 10^-2 মিটার
ⓑ 10^-10 মিটার
ⓒ 10^-12 মিটার
ⓓ কোনটি নয়
5. বেগ একটি কি রাশি?
ⓐ স্কেলার
ⓑ ভেক্টর রাশি
ⓒ তীর্যক
ⓓ কোনোটই নয়
6. এস আই পদ্ধতিতে উষ্ণতার একক কি?
ⓐ ডিগ্রি সলসিয়াস
ⓑ কেলভিন
ⓒ ডিগ্রী ফারেনহাইট
ⓓ কোনটি না
7. এক বছরের আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে?
ⓐ পারসেক
ⓑ ক্যান্ডেলা
ⓒ আলোকবর্ষ
ⓓ কিলোমিটার
8. তড়িৎ প্রবাহ মাত্রার একক হল-
ⓐ জুল
ⓑ ওয়াট
ⓒ ওহম
ⓓ অ্যামপিয়ার
9. কার্যের এসআই একক হল
ⓐ জুল
ⓑ কিলোগ্রাম
ⓒ পারসেক
ⓓ ওহম
10. আলোকবর্ষ কিসের একক?
ⓐ আয়তন
ⓑ দৈর্ঘ্য
ⓒ প্রবাহমাত্রা
ⓓ কোনটি নয়