Ads Area

লীনতাপ কাকে বলে/লীন তাপের একক কি - What is Lean Heat / What is the unit of Lean Heat - Karmadishari

 


📚 লীনতাপ কাকে বলে ?

উষ্মতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লীনতাপ বলে। 

এই তাপকে থার্মোমিটারে ধরা যায় না বলেই একে লীন তাপ বলা হয়। 

🔸সি.জি.এস. পদ্ধতিতে লীন তাপের একক ক্যালোরি/গ্রাম। 
যেমন—বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম।

🔸এস.আই. পদ্ধতিতে লীন তাপের একক জুল/কেজি। 
যেমন—বরফ গলনের লীন তাপ 3.36 x 10^5 জুল/কেজি।
Tags
জেনারেল সাইন্স ভৌত বিজ্ঞান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad